মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : যতীন্দ্র লাল ত্রিপুরা
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : যতীন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৩১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৩মি) শেখ হাসিানার আমলে বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্ম ম্বাধীনভাবে পালন করতে পারছে, আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই দ্বারা অব্যাহত থাকবে, ধর্ম যার যার, উৎসব সবার উল্লেখ করে সাবেক এমপি ও টাক্সফোর্স সাবেক চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহবস্থান বজায় রেখে বসবাস করতে হবে। কোন দুুষ্ট চক্র যাতে শান্তি প্রিয় মানুষের সম্প্রীতি নষ্ট করতে না পারে সে দিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। পাহাড়ের মানুষ শান্তি প্রিয় উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার পাহাড়ের সকল স¤প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ ভাবে বসবাসের জন্য সব ধরণের উদ্যোগ গ্রহণ করে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। সনাতন ধর্মাবলম্বিদের সর্ববৃহৎ ধর্মী উৎস শারদীয়া দূর্গাপুজা উপলক্ষে খাগড়াছড়ি‘র পানছড়ি ও মাটিরাঙ্গার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন কলে আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
পানছড়ি‘র সীমানা থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের এর নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের বিশাল মোটর সাইকেল শোভযাত্রার মধ্যে দিয়ে মেয়র রফিকুল আলম ও যতীন্দ্র লাল ত্রিপুরাকে অভিনন্দন জানিয়ে পুজা মন্ডন পরিদর্শনে যুক্ত হয়।
পুজা মন্ডপ পরিদর্শনকালে সাবেক এই সংসদ সদস্যের সফর সঙ্গী হিসাবে ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হোসেন আহম্মদ চৌধুরী, জেলা শ্রমিকলীগের আহবায়ক নুর নবী, জেলা যুবলীগ নেতা বোরখান উদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, পানছড়ি উপজেলা ছাক্রলীগের যুগ্ন-সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন’সহ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন যতীন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, সারাদেশের ন্যায় পাহাড়ের জাতী গোষ্টির জীবন যাত্রার মান বৃদ্ধিসহ এদেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই মন্তব্য করেন। বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে পুজা উদযাপন কমিটির হাতে নগদ অনুদান তুলে দেন যতীন্দ্র লাল ত্রিপুরা ও খাগড়াছড়ি পৌর মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম।





ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল
খাগড়াছড়ি প্রেসক্লাবের ৪০ বছর পূর্তিতে প্রকাশনা উৎসব
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক