মঙ্গলবার ● ১৫ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » মার্কেট দখলের অভিযোগে যুবলীগ নেতার বিরোদ্ধে থানায় জিডি
মার্কেট দখলের অভিযোগে যুবলীগ নেতার বিরোদ্ধে থানায় জিডি
আশুলিয়া প্রতিনিধি :: ঢাকার সাভারের আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ফলের মার্কেট দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডাইরী (জিডি) করেছেন।
জিডির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হক বলেন, ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন খানের বিরুদ্ধে সাধারণ ডাইরি করেছেন।
সেখানে তিনি উল্লেখ করেছেন, বাইপাইলে ২৮শতাংশ জমির উপর তার একটি ফলের আড়ৎ রয়েছে, যার সি.এস-৯৫, এস.এ-২২২ খতিয়ানে সি.এস ও এস.এ-১৫৩, আর.এস-২১৩নং দাগে।
বেশ কিছুদিন যাবৎ যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন খান তার আড়তের ভাড়া উত্তোলনসহ জমিটি জবর দখলের পায়তারা করে আসছিল।
গত পহেলা জানুয়ারি মার্কেটের কেয়ারটেকার ও ফল মার্কেটের সভাপতি আইয়ুব আলীর সাথে যোগসাজশ করে শাহাদাৎ হোসেন খান মার্কেটে গিয়ে ভাড়াটিয়াদের ভাড়া তার নিকট দিতে বলে।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষকে ডেকে আলোচনা করে সমাধান করা হবে। তবে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খানকে একাধিক বার ফোন দিলেও তাকে ফোনে পাওয়া যায়নি।





গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছেন
শ্রমজীবী মেহনতি মানুষ নতুন করে প্রতারণার শিকার হয়েছে
গাজীপুরে ড্যাবের ইফতার মাহফিল
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল
রমজান মাসে বাজারে সিন্ডিকেট করে বেআইনি ভাবে মুনাফা না করতে পারে : বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
গাজীপুরে চট্টগ্রাম সমিতির ‘মেজবান ও চট্টলা উৎসব’
গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালের টেন্ডার যুবলীগ নেতার ফার্মে দেওয়ার পাঁয়তারা
বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর কমিটি গঠন
গাজীপুরে নাগরিক ঐক্যের কার্যালয়ে বিএনপির নেতৃত্বে অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ