মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী’র নির্দেশে আধুনিকায়ন হলো বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার
নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী’র নির্দেশে আধুনিকায়ন হলো বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার
নারায়ণগঞ্জ প্রতিনিধি :: নারায়ণগঞ্জের বন্দরে দ্রুত গতিতে এগিয়ে চলছে কেন্দ্রীয় শহীদ মিনার পূণঃনির্মাণ কাজ। আগামী ২১শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা তথা শহীদ দিবসে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণের লক্ষ্য নিয়েই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী’র নির্দেশে ঠিকাদার দ্রুততম সময়ের মধ্যেই কাজ শেষ করতে চলেছেন। শহীদ মিনার নির্মাণ কাজ অনেকটা শেষ পর্যায়ে ইতোমধ্যে ৩টি মিনারসহ ৫টি স্তম্ভ গড়ে তোলা হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্থানীয় ২২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান,আন্তজার্তিক মাতৃভাষা দিবসকে লক্ষ্য করেই শহীদ মিনার কাজ দ্রুততম সময়ে সম্পন্নের চেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় সিংহভাগই শেষ হয়ে গেছে আশা করি একুশের প্রথম প্রহরে বন্দরের সর্বস্তরের জনসাধারণ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। তিনি আরো বলেন,বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারটি সেই ১৯৫২সালের সাক্ষী হয়ে আছে। তারই ধারাবাহিকতায় এটি পূণঃনির্মাণ হয়েছে। ভবিষ্যত প্রজন্মের কাছে এর সঠিক ইতিহাস তুলে
ধরতেই এটিকে সচিত্রভাবে আধুনিকায়ন করা হয়েছে। মূল স্তম্ভটি সিড়িসহ দৈর্ঘ্য ৩০ ফুট এবং প্রস্থ ৫৫ফুট। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০লাখ টাকা।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব