শনিবার ● ১৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » বিশ্বনাথের ভয়াবহ অগ্নিকান্ড, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
বিশ্বনাথের ভয়াবহ অগ্নিকান্ড, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে৷ শুক্রবার রাত সাড়ে ৯ টায় উপজেলার ছহিফাগঞ্জ বাজারে এই অগি্নকান্ডের ঘটনা ঘটে৷ এতে আজাদ ভেরাইটিজ ষ্টোর এন্ড বিজঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়৷ এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আজাদুর রহমান আজাদ জানিয়েছেন৷
জানা গেছে, ১৫ জানুয়ারী ভেরাইটিজ ষ্টোর এন্ড বিজঘরের মালিক আজাদ জকিগঞ্জ উপজেলার ফুলতলীতে ওয়াজ মাহফিলে চলে গেলে রাত সাড়ে ৭টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানের কর্মচারী৷ রাত সাড়ে ৯ টায় হঠাত্ করে দোকানে আগুণ দেখতে পেয়ে আশপাশ লোকজন ছুটে এসে আগুণ নিয়ন্ত্রনে আনতে চেষ্ঠা চালান৷ খবর পেয়ে দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর থেকে ফায়ার ব্রিগেডের ৩টি ইউনিট ছুটে আসে কিন্তু ছহিফাগঞ্জ বাজারের যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে পৌঁছে একটি ইউনিট৷ এরপর দীর্ঘ প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ব্রিগেডের কর্মীরা৷ ততক্ষণে দোকানের সকল মালামাল আগুণে পুড়ে ছাই হয়ে যায়৷ বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন৷
এব্যাপারে আলমপুর ফায়ার ব্রিগেডের স্টেশন মাস্টার মো. রাসেদুজ্জামান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ৩টি ইউনিট নিয়ে ছুটে আসি৷ কিন্তু ছহিফাগঞ্জ বাজারের রাস্তা খারাপ হওয়ায় ছোট ইউনিট বাজারের ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনা হয়৷
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী৷





আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে
দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরিঘাট
সড়ক সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, সড়কহীন সেতুতে বাড়ছে ভোগান্তি
পুটিয়াখালী-গাজীরহাট ব্রিজের বেহাল দশা
মোরেলগঞ্জে কালভার্টটি যেন মরণ ফাঁদ : জনদুর্ভোগ
ঘোড়াঘাটে খানাখন্দে ভরা সড়ক জনদুর্ভোগ চরমে
রাউজানে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে আসা লোকজনদের চরম ভোগান্তি