মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠিত
ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠিত
ঈশ্বরদী প্রতিনিধি :: ঈশ্বরদীতে বাংলা টিভি দর্শক ফোরাম গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সাপ্তাহিক বিজয়দীপ্ত কার্যালয়ের হল রুমে বাংলা টিভি দর্শক ফোরাম গঠন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.কুয়াশা মাহমুদ। প্রধান বক্তা ও প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য দেন,চলচ্চিত্র অভিনেতা মাসুম পারভেজ রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,ইউনিলিভার কোম্পানীর ব্যবস্থাপক এসএ এম সুমন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জমসেদ আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠণিক জেলার সভাপতি ও সিনিয়র সাংবাদিক তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে প্রধান শিক্ষক গোলাম রসুল,সাংবাদিক এএ আজাদ হান্নান,অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আইরুল ইসলাম, ,মোস্তাফিজুর রহমান, শিক্ষক হাবিবুর রহমান,ব্যবসায়ী আব্দুল ওহাব রানা,যুবলীগ নেতা মাহবুল ইসলাম,রাসেল মন্ডলসহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ড.কুয়াশা মাহমুদ বলেন,দর্শক ফোরাম ভাল কাজের মধ্যে দিয়ে বাংলা টিভির মান বৃদ্ধি করতে পারবে যদি সকল সদস্যরা আন্তরিক হয়ে সঠিক সময়ে সঠিকভাবে কাজ করা অব্যাহত রাখেন। প্রধান বক্তা রুবেল বলেন,দেশকে ভাল বাসি,আপনারাও দেশকে ভাল বাসবেন। শেকে ভালভাবে চালানোর জন্য মিডিয়ার ভাইদের নিরপেক্ষভাবে কাজ করতে হবে। সত্যকে সত্য বলতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে পারলে দেশ উন্নত হবে ,মানুষের জীবন যাত্রার মানও ভাল হবে। তিনি আরও বলেন,ঈশ্বরদী অনেক বিখ্যাত উপজেলা। এখানে ভাল জিনিস প্রতিষ্ঠা করতে হলে অনেক প্রতিকুলতার সম্মুখিন হওয়া লাগতে পারে।  তার জন্য আমরা দমে থাকবোনা। পর্যায়ক্রমে ভাল কাজের মান সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারলেই ঈশ্বরদীর মানও বিখ্যাত হয়ে পড়বে। অনুষ্ঠানে প্রধান শিক্ষক গোলাম রসুলকে সভাপতি,অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও নিলয়কে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সপ্তকের শিল্পী ছোট মনি,বড় মনি ও নৃত্য শিক্ষক বাপ্পি খানের নৃত্য পরিবেশনে অতিথিরা মুগ্ধ হন।

      
      
      



    সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের    
    এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত    
    ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল    
    এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান    
    সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট    
    চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার    
    চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন    
    পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন    
    চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১    
    বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান