সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » অভিনব কায়দার ফেনসিডিল বহন
অভিনব কায়দার ফেনসিডিল বহন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ ৬০ বোতল ফেনসিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুবুল আলম জানান-গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই মতিয়ার রহমান এবং এসআই ওয়াহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বলুহর পুলিশ চেকপোষ্টের সামনে থেকে রবিবার সকাল ৭টার দিকে রেখা খাতুন ওরফে রেশমা (৩৫)কে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। গ্রেফতারের সময় রেশমা’র শরীরে অভিনব কায়দার ফেনসিডিল গুলি বাঁধা ছিল। পুলিশ জানায়-রেখা খাতুন ওরফে রেশমা মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলাল উদ্দীনের স্ত্রী। রেশমা জানায়-বর্তমানে সে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন আনন্দ ধাম ব্রীজ সংলগ্ন আমিরুল ইসলাম তসিলদারের ভাড়ার বাসাতে বসবাস করে। এব্যাপারে কোটচাঁদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। রবিবার দুপুরে রেশমাকে পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পঠিয়েছে।
প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন ফেঁসে গেছেন
ঝিনাইদহ :: দুর্নীতির দায়ে ফেঁসে গেছেন ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার। খাতওয়ারী তদন্তে আর্থিক দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা অধিদপ্তরে উপপরিচালক রসময় কীর্ত্তনীয়া এবং শিক্ষা পরিদর্শক হেমায়েত উদ্দীণ প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে ৭ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করেছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত ১১টি অভিযোগের মধ্যে অধিকাংশই প্রমানিত হয়েছে। অভিযোগের বিভিন্ন অনুচ্ছেদে রেজুলেশন টেম্পারিং, ভূয়া বিল ভাউচারের মাধ্যমে বেশ কয়েকটি খাতের টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অভিযোগের একটি অনুচ্ছেদের উল্লেখ আছে ২০১৮ সালে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার একক সাক্ষরে শৈলকুপার সোনালী ব্যাংকে একটি একাউন্ট খোলেন। সেখানে ছাত্র ভর্তি ও এক মাসের বেতনসহ বিভিন্ন খাতের ১০ লাখ টাকা জমা না দিয়ে ৬ লাখ ৬৬ হাজার ২৪৪ টাকা জমা করেন। এছাড়া বেসরকারী আয়ের ২৯ হাজার ১১৬ টাকা টাকা ঋন দেখিয়ে ব্যাংকে জমা দেন নি। তদন্ত প্রতিবেদনে উল্লেখ আছে, প্রতারণা ও চাতুর্য্যের মাধ্যমে রেজুলেশন খাতায় ফাঁকা রেখে নিজের ইচ্ছামতো শব্দ বসিয়ে তিনি দুর্নীতি করেছেন। ৮৬ হাজার ৮৫০ টাকা ব্যায় করেও কোন ভাউচার দেখাতে পারেনি। ভাউচার জালিয়াতি করে বেঞ্চ তৈরীর টাকা দুইবার আত্মসাৎ করেন। ফরম পুরণের সময় অতিরিক্ত ৩৬৫ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করে আত্মসাৎ করেন। প্রতিমাসে তিনি হ্যান্ডক্যাশ নেন ৫ হজার টাকা করে, যা অবৈধ। ২০১৭ সালের জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বেতন স্কেলের ৩০% এবং ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত বেতন স্কেলের ৫০% প্রতিষ্ঠান প্রদত্ত ভাতা বেআইনী ভাবে গ্রহন করেন। রমজান মাসে অডিটের সময় তিনি আপ্যায়ন বাবদ ৮ হাজার টাকা তুলে পকেটস্থ করেন। এ ধরণের একাধিক অভিযোগ প্রমানিত হওয়ার পরও অদৃশ্য কারণে প্রধান শিক্ষককে চাকরীচ্যুত করা হচ্ছে না। অপরদিকে প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বার্ষিক পরীক্ষার মধ্য থেকে স্কুলের সব শিক্ষক কর্মবিরতি চালাচ্ছেন। প্রধান শিক্ষক পিয়ন ও তার অনুগত কিছু শিক্ষক দিয়ে পরীক্ষা নিলেও এখন পরীক্ষার খাতা দেখা বন্ধ করে দিয়েছেন বিষয় ভিত্তিক শিক্ষকরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কোন পদক্ষেপ গ্রহণ না করায় জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে।
স্ত্রীকে হত্যার পর বৃদ্ধ স্বামীর আত্মহত্যার চেষ্টা
ঝিনাইদহ :: পারিবারিবক কলহের জের ধরে স্ত্রী মাজেদা খাতুনকে (৬০) শ্বাসরোধ করে হত্যার পর স্বামী শাহাজুদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ কিটনাশক পান করে আতœহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকেপোতা গ্রামে। এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় শাহাজুদ্দিন মন্ডলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি করেছে। পুলিশ রোববার সকালে নিহত মাজেদা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসী জানান, দাম্পত্য কলহের জের ধরে শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাতের কোন এক সময় স্বামী শাহাজুদ্দিন মন্ডল তার স্ত্রী মাজেদা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে কীটনাশক পানে আতœহত্যার চেষ্টা করেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ জানান, শনিবার রাতে ঝিটকিপোতা গ্রামের শাহাজুদ্দিন মন্ডল তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে নিজেও কিটনাশক পানে করে আতœহত্যার চেষ্টা চালায়। সাংসারিক বিষয়াদি নিয়ে বৃদ্ধ বয়সে তারা প্রায় ঝগড়ায় লিপ্ত হতেন বলে পুলিশকে জানায় প্রতিবেশিরা। ওসি জানান, শাহাজুদ্দিন মন্ডল মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ প্রহরায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মহেশপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা
ঝিনাইদহ :: ঝিনাইদহে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পুলিশ সুপারের মিলনায়তন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। এতে বিভিন্ন উপজেলা থেকে আগত চার্চের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদি, কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান, সদর থানার ওসি মঈন উদ্দিনসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিন সুষ্ঠভাবে করার জন্য আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। যেন কোন প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে সকলকে নজর দেওয়ার আহবান জানান। এবছর জেলায় ৩৮ টি চার্চে বড়দিন উদযাপন করা হবে।





মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে