মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » পাবনা » আগামীকাল বড়দিন উৎসবমূখর চাটমোহরের খ্রিস্টান পল্লী
আগামীকাল বড়দিন উৎসবমূখর চাটমোহরের খ্রিস্টান পল্লী
পাবনা প্রতিনিধি :: সারা দেশের ন্যায় আগামীকাল পাবনার চাটমোহরে উৎসবমূখর খ্রিস্টান পল্লীতে বড়দিন। কাগামীকাল খ্রিস্টানদের ঘরে ঘরে উৎসবের আনন্দধারা বইবে। আগামীকাল ২৫ ডিসেম্বর শুভ বড় দিন। বাংলাদেশেও সান্তাক্লজ আসবেন নানা উপহার ও চমক নিয়ে। সান্তা তাঁর ঝুলিতে করে কি নিয়ে আসবেন তার অপেক্ষায় থাকে শিশুরা। বড়দিন উপলক্ষে চাটমোহরের খ্রিস্টান পল্লীগুলো উৎসবমুখর হয়ে উঠেছে। উপজেলার ১৫টি খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত বিভিন্ন পেশাজীবী মানুষ স্বজনদের সাথে বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে পাবনার চাটমোহর নিজ গ্রামে এসেছেন। বড়দিন ঘিরে ব্যাপ্টিস্ট ও ক্যাথলিক চার্চগুলো সজ্জিত করা হয়েছে। গির্জার ভেতর ও বাইরে এবং অনেকের বাড়িতেই যিশুর জম্মেও ইতিহাস অনুসরণে গোশালা তৈরি করা হয়েছে। বড়দিন পালনের জন্য গির্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসাবাড়ি ক্রিসমাস ট্রি, রঙ্গিন বল, জরি ও রঙ্গ-বেরঙ্গেও লাইট দিয়ে সাজানো হয়েছে।
চাটমোহর ১১টি গির্জায় বড়দিন উদযাপনে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টযোগ অনুষ্ঠিত হচ্ছে। বড়দিন উপলক্ষে উপজেলার মথুরাপুর, খয়রবাড়িয়া, গোয়ালবাড়িয়া, উথুলী, লাউতিয়া, ভাদড়া, জবেরপুর, সাড়রা, কাতুলী, ফৈলজানা, নেংড়ী, কুয়াবাসী, সাইপাই, কদমতলীসহ ১৫টি গ্রামের খ্রিস্টান পল্লীতে বিরাজ করছে উৎসবের আমেজ। বড়দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বড়দিনের কীর্তন, বড়দিনের উপাসনা, বিশেষ প্রার্থনা, পিঠা পর্ব ও বড় দিনের কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় প্রশাসন বড়দিন নির্বিঘেœ অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান