মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে প্রতিটি দপ্তরে হাত ধুয়ে অফিসে প্রবেশের নোটিশ
ঝিনাইদহে প্রতিটি দপ্তরে হাত ধুয়ে অফিসে প্রবেশের নোটিশ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের সিও সংস্থাসহ প্রতিটি দপ্তরে হাত ধুয়ে প্রবেশের নোটিশ দেওয়া হয়েছে। সেই সাথে অফিসের সামনে হাত ধোয়ার জন্য বসানো হয়েছে বেসিন, রাখা হয়েছে সাবান, হ্যান্ড ওয়াশ, হেক্সিসল হ্যান্ড রাব ও স্যাভলোন। অফিসে প্রবেশের পূর্বে সকল কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহীতারা নির্ধারিত স্থান থেকে হাত ধুয়ে অফিসে প্রবেশ করার জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক মোঃ তোফাজ্জেল হোসেন, পরিচালক (সার্বিক) মোঃ ওহিদুর রহমান, পরিচালক (ঋন )কর্মসূচী মোঃ ফিরোজ আল মামুন, প্রধান হিসাব রক্ষক বদরুল আমীন, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলাসহ সকল কর্মকর্তা-কর্মচারীরা।
কোটচাঁদপুরের লক্ষীপুরে বাইসাইকেল চুরির হিড়িক
ঝিনাইদহ :: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দৌড়া ইউনিয়নের লক্ষীপুর বাজারে একই দিনে চারটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার বিকালে এই ঘটনা ঘটেছে। বাজারের ব্যবসায়িরা জানান, বিকালে ইউনিয়নের শিবনগর গ্রামের হাকিম আলি, সবাই মন্ডল, তছর আলি ও শিখা মন্ডল বাজারে আসেন। তারা বাজারের পরিচিত দোকানের নিকট বাইসাইকেল গুলো রেখে প্রয়োজনীয় কাজ সারেন। পরে সাইকেল নিতে গেলে তারা সাইকেল অনেক জায়গায় খুজাখুজি করে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। সাইকেল গুলোর আনুমানিক মূল্য ২০-২২ হাজার টাকা হবে। একই সাথে চারটি বাইসাইকেল চুরির ঘটনাটি এলাকার আলোচানার মুল বিষয় হয়েছে। এ বিষয়ে লক্ষীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুজাউদদৌলা বলেন, বিষয়টি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি।
ঝিনাইদহের চোরকোল গ্রামে দিনে দুপুরে ঘরবাড়ি ভাঙচুর
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল গ্রামে মঙ্গলবার দুপুরে সাইদুল ইসলাম নামে এক দিনমজুরের ঘরবাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা আসবাবপত্র খাট পালং চেয়ার টেবিল এমনকি রান্না করা ভাত পর্যন্ত তা-বের হাত থেকে রেহাই পায়নি। খবর পেয়ে মধুহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল ও বাজার গোপালপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা গোলাম সারওয়ার ঘটনাস্থলে আসেন। তারা এই ন্যাক্কারজনক ভাংচুরের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। চোরকোল গ্রামের মৃত জাহাবক্স মন্ডলের ছেলে সাইদুল ইসলাম অভিযোগ করেন, দুপুরে তিনি মাঠে ছিলেন। বাড়িতে তার স্ত্রী রুপা খাতুন ঘুমাচ্ছিলেন। এ সময় চোরকোল গ্রামের জিন্নার ইন্ধনে সন্ত্রাসী কিরাম, শুকুর আলী, জাহাঙ্গীর হোসেন, শিলু, বজলুর রহমান, হাবিল ও সারু ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। প্রকাশ্যে তারা টিনের ঘর ভাঙচুর করে স্থান ত্যাগ করে। সন্ত্রাসীদের তা-বে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে। ঘর ভাঙ্গার কারণ সম্পর্কে মরিয়ম নামে এক প্রতিবেশী জানাই এই জমিটি তারা জিন্নার কাছে বিক্রি করেছেন। জমির দখল নিতেই জিন্না দলবল নিয়ে ভাঙচুর করে। বিষয়টি নিয়ে মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েল জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে তার পরিষদে সমঝোতা বৈঠক হয়েছিল। গত ২০ মার্চ ১৫ শতক জমি নিয়ে সমাধানের কথা ছিল। কিন্তু দেশের এই পরিস্থিতিতে চূড়ান্ত ফয়সালা দেয়া সম্ভব হয়নি। চেয়ারম্যান জানান যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে সেটা বেআইনি। তিনি ভাঙচুরকৃত এই ঘর অবিলম্বে মেরামত করার জন্য জিন্নাহর কাছে ৫ দিনের সময় দিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির এস আই গোলাম সারোযর জানান, ঘরবাড়ি ভাঙচুর করে বেআইনি কাজ করা হয়েছে। অভিযোগ দিলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত জিন্না বলে জানিয়েছেন তিনি এই জমি কেনার পরে সাইদুল ইসলাম আদালতে আমানত করেছেন। তিনি এই ভাঙচুরের সাথে জড়িত নয়।
কালীগঞ্জে নকল প্রসাধনী বিক্রি : দুই ব্যবসায়ীকে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থানা রোডে নকল প্রসাধনী বিক্রি করার দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জে বেশ কয়েকটি দোকানে কুষ্টিয়ার ঐতুবৃ ক্রীম নকল করে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। এসময় নকল ঐতুবৃ ক্রীম বিক্রি করার অপরাধে শহরের থানা রোডের মালতী স্টোরের মালিক নন্দ দুলালকে ২০ হাজার টাকা ও সুজল স্টোরের সুজল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ঐতুবৃ’র মালিক ফজললে করিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনা: কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা
ঝিনাইদহ :: সারাবিশ্বেই করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আর এই ভাইরাস থেকে রক্ষা পেতে জন সমাগম এড়াতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে জনস্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কালীগঞ্জ উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জনসাধারণকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হয়েছে। তিনি বলেন, কালীগঞ্জ শহরে শুক্রবার ও সোমবার হাটের দিন। এছাড়াও উপজেলার সকল সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য কাঁচাবাজার খোলা থাকবে।
করোনা: কালীগঞ্জে বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে গ্রাহকদের ভীড়
ঝিনাইদহ :: করোনভাইরাস প্রতিরোধের জনসমাগম এড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে। এরই মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বারবাজার শাখা,ও কালীগঞ্জ শহরের অগ্রনী ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে গ্রাহকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্যাংক দু,টিতে গিয়ে এ চিত্র দেখা গেছে। এ সময় এক যুবক ভীড়ের ছবি তোলায় তাকে পুলিশে দেওয়ার হুমকি দেন ব্যাংকের সেকেন্ড অফিসার সেলিম হোসেন। সরেজমিন দেখা গেছে, ব্যাংটির সিঁড়িতে দীর্ঘ লাইন। সবাই বিদ্যুৎ বিল দিতে এসেছেন। ব্যাংকের শাখা টি ২য় তলায় হওয়ায় সিঁড়ির লাইন নিচতলার রাস্তার উপর চলে গেছে। এ নিয়ে সাধারণ মানুষের মুখেও সমালোচনা শোনা গেছে। ব্যাংকের ছবি তোলা যুবক তানভীর রনি জানান, করোনা ভাইরাস নিয়ে সরকার প্রতিরোধের জন্য জন সমাগম এড়িয়ে চলতে বলেছেন। কিন্তু বিদ্যুৎ বিল দিতে মানুষের এই সমাগম খুবই খারাপ বিষয়। ব্যাংকের এই ছবি তোলায় ব্যাংকের সেকেন্ড অফিসার আমাকে পুলিশে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সেকেন্ড অফিসার সেলিম হোসেন বলেন, আমরা গ্রাহকদের বোঝাচ্ছি। আপনার বকেয়া তিন মাসের বিদ্যুৎ বিল পরেও দিতে পারবেন। কিন্তু কেউ শুনছে না। আমরা সিরিয়াল থেকে তিনজন করে ব্যাংকের ভিতরে প্রবেশ করাচ্ছি। হুমকি দেওয়া বিষয়ে তিনি বলেন, আমি ওই যুবককে ডেকে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে নিষেধ করেছি। পুলিশে দেওয়ার বিষয়টি এড়িয়ে যান তিনি। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা বলেন, এ মাসে বিদ্যুৎ বিল নেওয়া বন্ধ। বিষয়টি আমি দেখছি।
হেলাই গ্রামে বাল্যবিবাহের অপরাধে জরিমানা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে বাল্যবিবাহের অপরাধে বর ও কনের পরিবারকে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার। এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর জেলার শেখহাটি গ্রাম থেকে কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের আকিদুল ইসলামের বাড়িতে বর ও কনে অবস্থান করছে। সেসময় সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ধারায় বর লালন হোসেনকে ৫ হাজার টাকা ও হেলাই গ্রামের মেয়ের পিতা আকিদুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত বর ও কনেকে আলাদা থাকবে বলে মুচলেকা প্রদান করা হয়।
ঝিনাইদহে দোকানে কিংবা কোন জায়গায় যেন জনসমাগম না হয়-জেলা প্রশাসন
ঝিনাইদহ :: ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে স্থানীয় সমস্যা ও সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, সেনা বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেসময় বক্তারা, জেলার বিভিন্ন জায়গায় মাইকিং, লিফলেট বিতরনের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন করার নির্দেশনা দেন। এমনকি দোকানে কিংবা কোন জায়গায় যেন জনসমাগম না হয় সে পরামর্শও দেওয়া হয়।
কোলাবাজারে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলাবাজারে ৩টি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার এই আদালত পরিচালনা করেন। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানে মূল্য তালিকা না থাকা ও মূল্যবৃদ্ধির অপরাধে শেখ এন্টার প্রাইজকে ৫ শত টাকা, নিউ বিশ্বাস স্টোর ১ হাজার টাকা এবং সাহা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশের একটি টিম, সাংবাদিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ