মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে করোনা প্রতিরাধে কঠোর অবস্থানে পুলিশ
ঝিনাইদহে করোনা প্রতিরাধে কঠোর অবস্থানে পুলিশ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে কঠোর অবস্থানে জেলা পুলিশ। সোমবার সকালে শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন ছাড়া যারা বাড়ির বাইরে যাচ্ছেন তাদের ঘরে থাকার পরার্মশ দেওয়া হচ্ছে।
লুকোচুরির মাধ্যমে নিজের জীবনকে বিপন্ন করবেন না : ভুপালী সরকার
ঝিনাইদহ :: লুকোচুরি করে নিজের জীবনকে বিপন্ন করবেন না। সেইসাথে অন্যকেও বিপদের মুখে ঠেলে দিবেন না। আমরা সবাই সচেতন হই। এজন্য সামাজিক দুরত্ব বজায় রাখি এবং বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতেই অবস্থান করি। রোববার কালীগঞ্জে শহর ও গ্রামাঞ্চলে অভিযান শেষে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার তার ফেসবুকের আইডিতে সকলের উদ্দেশেই এমন অভিমত লিখেছেন। এ্যাসিল্যান্ড ভুপালী সরকার তার মুঠোফোনে সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে জনসাধারনকে নিজ স্বার্থেই সচেতন হতে হবে। তিনি তার কর্মের দ্বায়িত্ব বোধ থেকেই সারাদিন মানুষের কল্যাণে কাজ করছেন। রোববার তিনি কালীগঞ্জ উপজেলার শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন বাজার গ্রাম পাড়াতে জনসচেতনতায় অভিযানে নামেন। মানুষকে সচেতন করতেই বাজার মনিটরিং, জনসমাগম রোধ ও মোবাইল কোর্ট পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় কালীগঞ্জের পৌর এলাকা, রাখালগাছি, বারবাজার, কাষ্ঠভাংগা, কোলা, কালা ও মালিয়াট ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিভিন্ন অপরাধে ৩ হাজার ৬’শত টাকা জরিমানা করেন। তিনি আরো জানান, অভিযান পরিচালনাকালে বারবাজারে মাছের আড়তকে কেন্দ্র করে ব্যাপক লোকসমাগম হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বাজার ফাঁকা করার ব্যবস্থা করেন। এছাড়াও সামিজিক দূরত্ব না মানা সহ সড়ক অমান্য করা সহ মারামারির অপরাধে মোট ১০ ব্যক্তিকে ৩৬ শত টাকা জরিমানা করেন। তিনি এভাবে প্রতিদিনই সকাল থেকে গভির রাত পর্যন্ত বিভিন্ন এলাকাতে গিয়ে অভিযান চালাচ্ছেন। এবং সাধারন মানুষকে নোভেল করোনা ভাইরাস থেকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন এই কর্মকর্তা।
মানুষের একবেলা খাবার খাওয়ালো কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন
ঝিনাইদহ :: করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। লাখ লাখ মানুষ এ ভাইরাসে আক্রান্ত প্রান ও হারাতে হয়েছে হাজার হাজার মানুষের। এই ভাইরাসের সংক্রমণ রোধে আমাদের দেশেও অঘোষিত লকডাউন চলছে। আর এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষেরা। করোনা ভাইরাস সতর্কতায় বন্ধ রয়েছে সব হোটেল-রেস্টুরেন্ট। এতে সবচেয়ে বিপাকে পড়েছে রেলস্টেশনে থাকা ভ্রাম্যমাণ মানুষ গুলো। যারা দিনশেষে খাদ্যের জন্য নির্ভরশীল ছিল এই হোটেল-রেস্টুরেন্টের উপর। চাল-চুলোহীন এই মানুষদেরকে খাদ্য সামগ্রী দিলেও তা তাদের বিশেষ উপকারে আসছে না। পরিবার বিচ্ছিন্ন ভ্রাম্যমাণ এই মানুষ গুলোর পাশে দাড়িয়েছে ব্যতিক্রমী সেচ্ছাসেবী সংগঠন ‘১ টাকায় জীবন’। ঝিনাইদহ জেলার তিনটি রেলওয়ে স্টেশনে (মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন, কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ও বারবাজার রেলওয়ে স্টেশন) ১ টাকায় জীবনের উদ্যোগে এই ছিন্নমূল মানুষ গুলোর মাঝে রান্না খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ১ টাকায় জীবন ও কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এর প্রদান উপদেষ্টা রফসান আল মাসুম খাঁন, উপদেষ্টা সদস্য শেখ আসরারুল হক অরাভ, সাজ্জাদ শুভ, ১ টাকায় জীবন এর সম্মানিত সদস্য সাইফুল ইসলাম, কালীগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও ১ টাকায় জীবন এর কেন্দ্রয়ি সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ, সহ সভাপতি মোঃ তুষার হোসেন রিজভী, ইয়াসিন আরাফাত তুহিন, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ রহমান, ১ টাকায় জীবন এর সচীব তহিদুল ইসলাম, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আকাশ হোসেন, ছাত্র কল্যাণ সম্পাদক রাব্বী তাহমীদ সহ অন্যান্য সদস্যবৃন্দ। ১ টাকায় জীবন এর কেন্দ্রীয় সমন্বয়ক মোস্তফা ইবনে মাসুদ বলেন, ব্যতিক্রমী সংগঠন ১ টাকায় জীবন আত্ম প্রকাশ করার পর থেকেই বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ছিন্নমূল মানুষ গুলোর মাঝে আমরা রান্না করা খাবার বিতরণ করছি। ভ্রাম্যমাণ এই মানুষ গুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো জানান, এ ছাড়া ও ১ টাকায় জীবন এর পক্ষ থেকে ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে আমরা কাজ করছি। অচীরেই ৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রীী পৌঁছে দেওয়া হবে। আমরা এই কার্যক্রম কে আরো বিস্তৃত করতে সবার সহযোগিতা কামনা করছি।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ