সোমবার ● ৪ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় গৃহবধুকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ
গাইবান্ধায় গৃহবধুকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সাদুল্লাপুরের কামারপাড়ায় জয়ন্তী রানী (২২) নামে এক গৃহবধুকে হত্যা করে আত্বহত্যা বলে চালিয়ে দেওযার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় মেয়েটির বাবা গয়া চন্দ্র থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মেয়েটির পরিবারের অভিযোগ, প্রায়ই যৌতুকের দাবিতে জয়ন্তী রানীকে নির্যাতন করত স্বামী নিখিল চন্দ্র ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় কামারপাড়ায় গ্রামের মাতবরদের উপস্থিতিতে একাধিকবার সালিশও হয়েছে।
গতকাল রবিবার (৩ মে) সকালে জয়ন্তী রানীকে বেড়ধক মারপিট করে হত্যা করে মরদেহের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের ধর্নার সাথে ঝুলিয়ে রাখে স্বামী নিখিল চন্দ্র ও তার সহযোগীরা এবং আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় পাষন্ড স্বামীসহ এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানান মেয়েটির পরিবার।
সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে একটি ইউডি মামলাসহ অভিযোগ নেয়া হয়েছে। এটি হত্যা না আত্বহত্যা ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ