মঙ্গলবার ● ১৬ জুন ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ করোনা আপডেট : নতুন শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬৫
ঈশ্বরগঞ্জ করোনা আপডেট : নতুন শনাক্ত ১৭, মোট আক্রান্ত ৬৫
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নতুন করে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতের রিপোর্টে তারা করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট ৬৫ এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। আক্রান্তদের মধ্যে সাড়ে ৪ বছরের শিশুসহ নারী, ব্যাংক কর্মকর্তা ও বয়সী মানুষ রয়েছে।
স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, সোমবার রাতের রিপোর্ট অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে থাকা স্ত্রী-সন্তানসহ সন্দেহ ভাজন ১৯ জনের নমুনা সংগ্রহ করে রোববার ১৯ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়।
সোমবার রাতে ফলাফলে ১৯ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা পজেটিভ আসে। নতুন শনাক্ত হওয়া রোগীর মধ্যে থানা রোড এলাকার পূর্বের আক্রান্ত ব্যক্তির সাড়ে ৪ বছর বয়সী শিশু পুত্র, স্ত্রীও আক্রান্ত হয়েছে। এছাড়া আরো ১১ জন পুরুষ ও ৫ জন নারীসহ মোট ১৭ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩ জন স্বাস্থ্যকর্মী, ৪ জন কৃষি ব্যাংকের মাইজবাগ শাখায় কর্মরত। আক্রান্ত ব্যক্তিরা পৌর এলাকার থানা রোড, টিঅ্যান্ডটি রোড, চরশিহারী ও চরহোসেনপুর এলাকার বাসিন্দা। আক্রান্ত ব্যক্তিরা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।
এ পর্যন্ত উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৭শ ৫২ জনের, রিপোর্ট পাওয়া গেছে ৭শ ২১ জনের, মোট আক্রান্ত ৬৫, সুস্থ ২৮জন, রিপোর্ট বাকী রয়েছে ৩১টি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানান, আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ