শুক্রবার ● ১৯ জুন ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » নিরাপদ সড়কটির এখন নাজুক অবস্থা
নিরাপদ সড়কটির এখন নাজুক অবস্থা
মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের ব্যস্তময় সড়ক পাগলাকানাই থেকে চন্ডিপুর বাজার রাস্তার বিভিন্ন স্থানে ভেঙ্গে খাদের সৃষ্টি হয়েছে। বছর খানিক আগেই রাস্তাটির বিভিন্ন অংশে মেরামত করা হয়েছে। আগের তুলনায় রাস্তা চওড়া এবং মৃসন হওয়ায় এই সড়টি হয়ে ওঠে ঝিনাইদহ থেকে কোটচাঁদপুর মহেশপুর যাওয়ার নিরাপদ রুট। প্রতিদিন এই সড়ক দিয়ে মহেশপুর, কোটচাঁদপুর, জীবননগরসহ বিভিন্ন গ্রামে মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ি বাজার পার হয়ে মসজিদ সংলগ্ন রাস্তাটির বেজ ভেঙ্গে খোয়া ও পিস উঠে গেছে। ক’দিনের টানা বৃষ্টিতে সেখানে এক বিপজ্জনক অবস্থা তৈরী হয়েছে। স্থানীয়রা জানান, এই ভাঙ্গা স্থানে যাত্রীসহ গাড়ি উল্টে যাচ্ছে। কোন সময় ট্রাকের চাকা ভেঙ্গে বন্ধ হচ্ছে যান চলাচল। সড়কটিতে আমা ইটেরখোয়া ইট আর বালি ফেলে সমাধান করার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে প্রতিদিন ডেফলবাড়ি, গান্না, চন্ডিপুর, শৈলমারী ও বাজারগোপালপুরগামি হাজারো মানুষ বেহাল সড়কে চলাচল করতে দূর্ভোগ পোহাচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে কালুহাটি স্কুল থেকে কদমতলা মোড় পর্যন্ত রাস্তাটিও নাজুক। এলাকার মেম্বর ও চেয়ারম্যানরা এ সব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দিয়ে প্রতিকার চাইতে পারে বলে এলাকাবাসি মনে করলেও তারা এদিকে খেয়াল করেন না বলে অভিযোগ।
চেকপোষ্ট ৬ কেজি রুপা ফেলে পালিয়ে গেল পাচারকারী
ঝিনাইদহ :: ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম এর নির্দ্দেশে কোটচাঁদপুর-মহেশপুর সড়কের জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে চেকপোষ্ট বসায় ডিবি পুলিশ। পুলিশের চেকপোষ্ট দেখে পাচারকারির ফেলে যাওয়া একটি মোটর সাইকেল ও ৬ কেজি রুপা উদ্ধার করা হয়। কোটচাঁদপুর-মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে যাত্রী ছাউনির সামনে চেকপোষ্ট বসানো হয়। সেসময় বেশকিছু বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাসী করা হচ্ছিল। এক পর্যাযে একটি মোটরসাইকেল ফেলে রেখে একজন আখক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পিছু পিছু ধাওয়া করে তাকে আর পাওয়া যায়না। তার মোটরসাইকেলের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি রুপা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে রুপাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, গত ১৭ জুন ঝিনাইদহ শহরের ভেটেনারী কলেজের সামনে চেকপোষ্ট বসিয়ে পুলিশ ৬ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করে।
ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প
ঝিনাইদহ :: ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের উজির আলী স্কুলে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা ঔষধ প্রশাসন এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন। শুরুতে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি। পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে ও ২ জন অনলাইনে আগতদের সেবা প্রদাণ করেন।
বিনা মূল্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পীড়াগাতি গ্রামে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের চেয়্রাম্যান আসাদুজ্জামান, সহ-সভাপতি ওবাইদুর রহমান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক আলমগীর হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি এম সেলিম। এসময় ওই এলাকার অর্ধশত মানুষের মাঝে বিনামুল্যে চশমা, হ্যান্ডস্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
সাপের কামড়ে কলেজ ছাত্র ও বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামে বজ্রপাতে লিটন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জিয়ালার মাঠে ধানের চারা ফেলতে যায় কৃষক লিটন মিয়া (৫০) বজ্রপাতে ঘটনা স্থলে নিহত হয়। তিনি সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের জিয়ালা গ্রামের ইসলাম মিয়ার ছেলে। লিটন মিয়ার অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে ঝিনাইদহের বাইশের দাইড় গ্রামে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ১৮ জুন বৃহস্পতি বার রাতে মাঠে মাছ পাহারা দিতে গেলে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, কালিপোতা মাঠে তাদের নিজস্ব পুকুরে মাছ পাহারা দেওয়ার জন্য রাতে কুড়ে ঘরে শুয়েছিল সোহেল,মাঝ রাতে প্রসাব করতে বাইরে গেলে সাপ তার গোপন অঙ্গে দংশন করে। এর পর প্রাথমিক অবস্থায় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে,পরে গাড়ামারা গ্রামের খোকন ওঁঝার মাধ্যমে বিষ নামাতে ব্যার্থ হয়। অবস্থার অবনতি হলে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল পরে ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে তার মৃত্যু হয়। সোহেল ঝিনাইদহ সদর উপজেলার বাইশের দাইড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজের একাদ্বশ শ্রেণীর ছাত্র ছিল। নিহতের স্বজন আমির মেম্বর জানান,সোহেলদের নিজস্ব পুকুর আছে,রাতে মাছ পাহারার জন্য অনেক সময় রাতে সে সেখানে অবস্থান করে। মধ্য রাতে পকুর পাড়ে প্রসাব করতে গেলে,সাপ তাকে দংশন করে। শুক্রবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকাল ৩ টার দিকে ফরিদপুর পৌছালে তার মৃত্যু হয়।সোহেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সেই ধর্ষিতা শিশুটির চিকিৎসা ব্যয়ের দায়িত্ব নিলেন-মেয়র
ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জের সৎ বাবা কর্তৃক ধর্ষিতা সেই শিশু মেয়েটির চিকিৎসার ব্যয়ের ভার নিলেন পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। শুক্রবার সকালে তিনি শিশুটির মায়ের হাতে ঔষধ ক্রয়ের জন্য নগদ আর্থিক সহায়তা তুলে দেন। উল্লেখ্য, গত ১২ জুন ১১ বছর বয়সী ওই শিশুটি ধর্ষনের শিকার হয়। এর ৩ দিন পর তার মায়ের দেয়া অভিযোগের ভিত্তিতে ধর্ষক সৎ বাবা রেজাউল মন্ডলকে আটক করে পুলিশ। আর শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। ধর্ষিতার মা জানায়, শিশুটি ক্রমেই অসুস্থ হয়ে পড়ছিল। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা বেশ দূর্বল বলে জানিয়ে ব্যবস্থাপত্র লিখে দেন। কিন্তু হতদরিদ্র মাতার পক্ষে তার চিকিৎসার অর্থ জোগাড় করা সম্ভব ছিল না। সর্বশেষ কোন উপায় না পেয়ে অসহায় মা কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের দ্বারস্থ হন। এ সময় বিষয়টি পৌর মেয়রেকে অবহিত করা হলে তিনি তৎক্ষনাৎ আর্থিক সহায়তা প্রদান করেন। মেয়র আশরাফ জানান, ধর্ষিতার মা একজন হতদরিদ্র মহিলা। শহরের হোটেল রেষ্টুরেন্টে পানি টানার কাজ করেন। তার দুরাবস্থায় চিকিৎসার অভাবে মেয়েটির জীবন বিপন্ন হতে পারে। সে কারনেই আর্থিক সহায়তা দিয়েছেন। তিনি আরও জানান, চিকিৎসা যাতীয় ব্যয় তিনিই বহন করবেন।
স্বাস্থ্যকর্মিসহ ২জন করোনা ভাইরাসে আক্রান্ত
ঝিনাইদহ :: ঝিনাইদহের মহেশপুরে নতুন করে স্বাস্থ্যকর্মিসহ ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। নতুন করে আক্রান্ত ১ জনের বাড়ি উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ভৈরবা বিদ্যুৎ পাড়ার অপর জন এসবিকে ইউপির খালিশপুর বাসস্টান্ড পাড়ার তিনি স্বাস্থ্যকর্মি। তারা ২জনেই এখন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত ১৭ই জুন তারা ঢাকা থেকে শরীরে করোনা উপসর্গ নিয়ে বাড়িতে আসে অপর জন এসবিকে ইউপির খালিশপুর বাসস্টান্ড পাড়ার তিনি একজন স্বাস্থ্যকর্মি। তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে সেখানে পরীক্ষার পর শুক্রবার সকালে জানা যায় তারা করোনা ভাইরাসে আক্রান্ত। উল্লেখ্য ১৭ই জুন ঝিনাইদহ জেলায় ১৫ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। মহেশপুরে ৮জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৪জন সুস্থ হয়েছেন এবং ৫জন চিকিৎসাধীন রয়েছেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমানার বেগম জানান,ইতি মধ্যে ১ জনের বাড়ি লকডাউন করা হয়েছে এবং অপরজনের বাড়ি লকডাউন করা হচ্ছে।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি