রবিবার ● ২৬ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » হিসাব রক্ষকের ভূমিকায় নৈশ প্রহরী আলীকদমে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে নৈশ প্রহরী লাপাত্তা
হিসাব রক্ষকের ভূমিকায় নৈশ প্রহরী আলীকদমে সাড়ে ২২ লাখ টাকা নিয়ে নৈশ প্রহরী লাপাত্তা
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে পল্লী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকারভোগীদের ২২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছে নৈশ প্রহরী উসাই সুই মারমা। নৈশ প্রহরী উসাই সুই মারমা ও মাঠ সহায়ক সাইদুল হাসান আজ ২৬ জুলাই রবিবার সকাল সাড়ে ১১ টায় আলীকদম সোনালী ব্যাংক হইতে ২২ লক্ষ ৪০ হাজার টাকা উত্তোলন করে। টাকা নিয়ে সোনালী ব্যাংক থেকে ফেরার পথে সাইদুল হাসান মাঝ পথে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে নেমে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে উসাই সুই মারমা সম্পুর্ণ টাকা নিয়ে লাপাত্তা।
জানা যায় তারা দুজনই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত। তবে প্রশ্ন উঠে মাঠ সহায়ক, হিসাব রক্ষক মো. শরিফ কিংবা ব্যাংক সমন্বয়ক ফেরদৌসি আক্তারের উপর এই ঘটনার দায় কতটুকু বর্তাবে।
২৪/০৪/২০১৮ খ্রি: তারিখের নিয়োগ পত্র মূলে নৈশ প্রহরী উসাই সুই মারমা লামার তুলাতলী পাড়া চিংনু মং মারমার ছেলে। যোগদানের পর থেকে সে পল্লী সঞ্চয় ব্যাংক আলীকদম শাখায় কর্মরত আছে। দায়িত্ব পালনকালে সে বিভিন্ন সময়ে পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা উত্তোলন করে থাকে বলে জানান সোনালী ব্যাংক আলীকদম শাখার ব্যাবস্থাপক মো. গিয়াস উদ্দিন।
সোনালী ব্যাংক আলীকদম শাখার তথ্য মতে, ২২ জুলাই পল্লী সঞ্চয় ব্যাংকের আলীকদম উপজেলা সমন্বয়ক ফেরদৌসি আক্তার এর স্বাক্ষরিত চাহিদা পত্র মূলে ২৩ লক্ষ টাকা উত্তোলন করার কথা। কিন্তু ঘটনার দিন সকাল সাড়ে ১১টায় ২২ লাখ ৪০ হাজার টাকার একটি চেক নিয়ে ব্যাংকে আসেন পল্লী সঞ্চয় ব্যাংকের শাখার নৈশ প্রহরী উসাই সুই মারমা ও মাঠ সহায়ক সাইদুল হাসান। চেকের অপর পৃষ্ঠায় পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা সমন্বয়ক ফেরদৌসি আক্তার ‘এই টাকা বাহককে দেওয়া যেতে পারে’ বলে সীল ও স্বাক্ষর দিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক ফেরদৌসি আক্তার দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী উসাই সুই মারমা ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত মাঠ সহায়কদের দিয়ে টাকা উত্তোলন এবং ব্যাংকের সকল প্রকার কাজ করিয়ে আসছেন। সকাল বেলা ঘটনা ঘটে বিকেল পেরিয়ে গেলেও কর্তৃপক্ষের উদাসীনতায় বিকেল ৫টা অবদি কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি!
এবিষয়ে জানতে চাইলে পল্লী সঞ্চয় ব্যাংক আলীকদম শাখার সমন্বয়ক ফেরদৌসি আক্তার সাংবাদিকদের প্রশ্ন সরাসরি এড়িয়ে যান। এ সংবাদ লিখা পর্যন্ত কোন প্রকার মামলা কিংবা সাধারণ ডায়েরী দায়ের করা হয়নি বলে জনিয়েছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন।





ছাত্রদলের শাওন এর নেতৃত্বে রুফটপ রেস্টুরেন্টে ম্যানেজার গিরি দত্ত চাকমা’র ওপর হামলা
মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রাঙামাটি সদর জোন এর শীতবস্ত্র বিতরণ
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম