বুধবার ● ২৯ জুলাই ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শ্বাস আটকে রাউজানে তরুণের মৃত্যু
শ্বাস আটকে রাউজানে তরুণের মৃত্যু
আমির হামজা, রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে হঠাৎ শ্বাস আটকে গিয়ে মুহাম্মদ আরমান নামের ২২ বছর বয়সি এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মুহাম্মদ এনামুল হক বাদশার ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে বুধবার ভোরে আরমান ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়েছিল। এরপর ঘরে এসে পারিবারিক কাজে যোগ দেয়।
এরমধ্যে হঠাৎ তাঁর নিশ্বাস আটকে যায়। দ্রুত স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একইদিন বাদে আসর স্থানীয় কায়েম শরীফ জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় ইমামতি করেন তাঁর চাচা মাওলানা এস এম মোজাম্মেল হক। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা আজিজুর রহমান আল-কাদেরী। উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা কাজী রুহুল আমিন নেজামী, মাওলানা মঈনুদ্দিন চিশতি, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবুল কাসেম রেজবী, হাফেজ এস এম ইলিয়াছ, মাওলানা এরশাদ হোসাইন আল কাদেরী, হাফেজ নাসিম উদ্দিন। নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এস এম হাফিজুর রহমান বলেন সম্পূর্ণ সুস্থ ছেলেটি এভাবে মারা গেল ভাবতেই কষ্ট হচ্ছে। তাঁর মৃত্যুতে তিনি নিজেসহ পুরো গ্রামবাসি শোকাহত। চিকিৎসক বলেছেন শ্বাস আটকে মারা যায় ছেলেটি। তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ কাজী শামসুল আলম, মোকামী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম সোলেমান বাদশা, মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদের মোতওয়াল্লী সৈয়দ মুহাম্মদ রহিম উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি এস এম মাহাবুব আলম কোম্পানী, অর্থ সম্পাদক এস এম কফিল উদ্দিন, সাবেক সভাপতি এস এম হাসান, এস এম ফোরকান উদ্দিন, সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত