মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
পাবনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: সারাদেশের ন্যায় পাবনার চাটমোহরে ২৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক দু’টি পর্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রথমপর্বে ভার্চুয়াল সভায় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন করীর খোন্দকার। ভার্চুয়াল সভায় রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী এস. এম. মোজাহারুল হক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ‘চলনবিল’ প্রত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি, সাপ্তাহিক ‘সময় অসময়’ প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক কে. এম. বেলাল হোসেন স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম।
বক্তাগণ বলেন, তথ্য অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার আইন প্রণয়ন করেছে। এই আইনের আওতায় দেশের প্রত্যেকটি নাগরিক তথ্য জানার অধিকারী লাভ করেছে। সুশাসন ও দেশের টেকসই উন্নয়নের স্বার্থে তথ্য অধিকার আইন অনন্য ভূমিকা রাখতে সক্ষম হবে। এই আইনটির সম্পর্কে জনগণকে অবহিত করতে ব্যাপক প্রচার প্রচারনার প্রয়োজনীয়তা রয়েছে।
দু’টি পর্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান