বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত-১
রাউজানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, আহত-১
নয়ন বড়ুয়া, রাউজান (উত্তর) প্রতিনিধি :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত ১ জন । ঘটনাটি ঘটেছে রাউজান থানার সামনে ফকির হাট বাজারে ঘটনার সূত্রে জানা যায় আহত ব্যক্তি দীপংকর বড়ুয়া( ৩৮) একজন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে রাউজান থানার সামনে ফকির হাট বাজারের টিন শেডে শুটকি ব্যবসা করে আসছেন।
আজ বৃহস্পতিবার ৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় এসে দেখেন তার ব্যবসার জায়গায় মো. মানিক (৪০) নামের আরেক ব্যবসায়ী, যে পেশায় কাঁচা মরিচ এবং ধনিয়াপাতা বিক্রি করেন তার ব্যবহৃত লোহার চৌকিটি শুটকি ব্যবসায়ী দীপংকর বড়ুয়ার ব্যবসার জায়গায় রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। দীপংকর বড়ুয়া তার ব্যবসার জায়গা থেকে চৌকিটি সরাতে বললে বাকবিতন্ডা হয়। পরে মো. মানিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর শুরু করেন। মারামারি একপর্যায়ে সেখানে আবার যোগ দেন মো. মানিকের আরেক ভাই মো. শফি (৪৫) । মানিক এবং শফি দুই ভাই মিলে এলোপাতাড়ি ভাবে মেরে মারাত্মক আহত করেন দীপংকর বড়ুয়াকে । ঘটনাস্থলের সামান্য দূর থেকে মারামারির ঘটনা দেখতে পেয়ে এগিয়ে যান রাউজান থানার এএসআই সুজন চন্দ্র পাল এবং মারামারি নিয়ন্ত্রণে আনেন। পরে হামলার স্বীকার দীপংকর বড়ুয়া প্রাথমিক চিকিৎসা শেষে স্বশরীরে উপস্থিত থেকে দুই ভাই মো. মানিক ও মো. শফির বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ দায়ের করেন।





মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম