শুক্রবার ● ২০ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চাঁপাইনবাবগঞ্জ » চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
চাঁপাইনবাবগঞ্জে ৯ জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে খেতমজুর ইউনিয়নের গভীর শোক
ঢাকা :: খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে ধানের বস্তার নীচে চাপা পড়ে নয় জন খেতমজুরের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং বলেছেন এ ধরনের মৃত্যু এক ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড। নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান অমানবিক ও ভঙ্গুর কাঠামোগত ব্যবস্থার পরিবর্তন ঘটাতে না পারলে সড়কে এই মৃত্যুর মিছিল বন্ধ করা যাবে না।
তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে শ্রমজীবী- মেহনতিরাই এই ধরনের মর্মান্তিক মৃত্যুর শিকার। নেতৃবৃন্দ শিবগঞ্জে মর্মান্তিকভাবে নিহত পরিবারসমূহের আর্থিক পুনর্বাসন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
নেতৃবৃন্দ নিহত অসহায় খেতমজুর পরিবারসমূহের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





বিলুপ্তির পথে জয়পুরহাটের ঐতিহ্যবাহী মৃৎ শিল্প
প্রেমিকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও
চাঁপাইনবাবগঞ্জে কারাতে প্রশিক্ষণ শুরু
চাপাইনবাবগঞ্জে কুস্তি প্রশিক্ষণ শুরু
হালদা নদীর মৎস্য সম্পদ রক্ষায় প্রচারাভিযান