মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মোরেলগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার সকালে ২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলাম বাচ্চু এ বিতরণী অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
চলতি রবি মৌসুমে গম ,ভ‚ট্রা, সরিষা ,সূর্যমুখী, টমোটো,মরিচ , গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, বীজ সহায়তা ১ম, ২য় ,৩য় কিস্তির বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান।
সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১৬ ইউনিয়নের ১৬ শ’ ৭০ জন চাষীকে বীজ ,সার প্রদান করা হয়। ##
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ
বাগেরহাট :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন
শেষে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান এইচএম মাহমুদ আলী, যুবলীগ আহŸায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহŸায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর আহŸায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহŸায়ক আরিফুল ইসলাম আরিফ, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. গোলাম কিবরিয়া তারিক সহ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য পরিকল্পিতভাবে জামায়াত-বিএনপি ভাংচুর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে স্বাধীনতা বিরোধী দোষরদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
মোরেলগঞ্জে মাদ্রাসার শিশু ছাত্র হত্যার আটক-২
বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ নব্বইরশি বাসষ্ট্যান্ড সংলগ্ন আলহাজ¦ রহমাতিয়া শিশু সদন হেফজ মাদ্রাসার আবাসিক ছাত্র হাসিব শেখের (১০) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার নিহত হাসিব শেখের মা তহমিনা বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ হত্যার সাথে জড়িত থাকার জড়িত সন্দেহে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হাফেজ হাফিজুর রহমান (৫৮) ও মাদ্রাসার বাবুর্চি সিদ্দিক হাওলাদারকে আটক করেছে ।
রবিবার সকালে শিশু সদনের পিছন থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাসিব শেখ পৌরসভা ২ নং ওয়ার্ডের বারইখালীর বাসিন্দা আব্দুস সোবাহান ওরফে কালা শেখের পুত্র। হাসিব শেখ শিশু সদনের নাজেরা বিভাগের ছাত্র।
থানা অফিসার ইন চার্জ (তদন্ত) ঠাকুর দাশ মন্ডল জানান, ওর বিছানা সহ বারান্দায় রক্তে দাগ পাওয়া গেছে। মাথা সহ বিভিন্ন জায়গায় ক্ষত আঘাতের চিহ্ন রয়েছে।
থানা অফিসার ইন চার্জ মোহাম্দ মনিরুল ইসলাম বলেন, শিশু হাসিব শেখকে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে মামলা হয়েছে। মামলা নং-৪ ,ধারা-৩০২/৩৪। মাদ্রাসার শিক্ষক ও বাবুর্চিকে আটক করা হয়েছে। তবে হত্যার প্রকৃত রহস্য উৎঘাটিত হবে বলে তিনি আশাবাদি ।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ