বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » মাটিরাঙ্গায় কৃষক মাঠ দিবস পালন
মাটিরাঙ্গায় কৃষক মাঠ দিবস পালন

মাটিরাঙ্গা প্রতিনিধি ::খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পরিবেশ বান্ধব নিরাপদ খাদ্য উত্পাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে ৷
২৩ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় গোমতি ইউপি’র আবু খাঁ মেম্বার পাড়া এলাকায় ১৫ দিনের কৃষক মাঠ স্কুল পরিচালনার শেষ দিনে-মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যেগে আয়োজিত মাঠ দিবসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা জ্যোতি কুমার বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কৃষক মো. আলমগীর হোসেন মেম্বার৷
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র সভাপতিত্বে উক্ত মাঠ দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম ৷
সমাবেশে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ২ কোটি মানুষ কিডনি সমস্যা ও ক্যন্সার রোগে আক্রান্ত উলেখ করে বক্তারা বলেন,নিরাপদ ও স্বাস্থ্য সম্মত সবজী ও ফলমুল উত্পাদনের মাধ্যমে দেশকে খাদ্যে সফলতা এনে দিতে পারে একমাত্র কৃষকই ৷ তারা বিষমুক্ত খাদ্য(কৃষিজ পণ্য)উত্পাদনে উপজেলার প্রতিটি কৃষককে আইপিএম পদ্ধতির চাষাবাদে পর্যাপ্ত প্রশিক্ষনের মাধ্যমে প্রশিক্ষিত করে তোলার উপর গুরত্বারোপ ৷ আইপিএম পদ্ধতিতে সফলতা পেতে সেঙ্ক ফেরোমন (যাদুর ফাঁদ),বিষটোপ,আলোর ফাঁদ,পার্সিং পদ্ধতি (পাখি বিশেষ),বীজ সারিবদ্ধভাবে রোপন করালে বিষমুক্ত ও স্বাস্থ্যকর সবজি সরবরাহ সম্ভব হবে ৷ কৃষকদের কৃষি ক্ষেতে বন্ধুপোকা,শত্রুপোকা শনাক্ত করণে সহায়তা প্রদান ও নালা বা ড্রেণ নির্মাণ, মেশিন সরবরাহ,পুঁজি গঠনে আইপিএম ক্লাব নির্মাণের প্রয়োজনীয়তার উপরও গুরুত্বারোপ করেন ৷
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্মকর্তা মো. শাহ আলম ৷
এ ছাড়াও বান্দরছড়া বস্নকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আমির হোসেন’র সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা কান্তি ত্রিপুরা,আমজাদ হোসেন,জয়নাল আবেদিন,সহ স্থানীয় সকল কৃষক ও কৃষাণীরা ৷
পরে সমন্বিত বালাই ব্যবস্থাপনার আলোকে মাটিরাংগা উপজেলা কৃষি অফিস কতর্ৃক বিষমুক্ত সবজি উত্পাদনের লৰে কৃষকদের হাতে কলমে প্রশিৰন গ্রহনকারীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃষক স্কুলের প্রশিৰনার্থীদেও মাঝে সনদপত্র বিতরণ করেন৷





ঈশ্বরগঞ্জে নবান্ন উৎসবের আমেজে গ্রামীণ জনপদ
আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি