বৃহস্পতিবার ● ১৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় নিহত-৪
গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় নিহত-৪
সাইফুল মিলন, গাইবান্ধা প্র্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় অটোভ্যানে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটো চালকসহ আরো তিন জন।
গতকাল বুধবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলায় মালামালবাহী কাভার্ড ভ্যান একটি অটোভ্যানকে চাপা দিলে অটোভ্যানটি দুমড়ে মুচড়ে ভ্যানের চালক সহ সাতজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দরবস্ত ইউনিয়নের দূর্গাপুরের আবু তাহেরের ছেলে জাহিদ (২০) মারা যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর একই উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০) ও তার স্ত্রী রাজিয়া সুলাতানা (২৫) মারা যায়।
অন্যদিকে বগুড়া মেডিকেলে মারা যান আনিছুর রহমানের মা রেহেনা বেগম (৪৫)। আনিছুর মাষ্টারের এক মাস বয়সী আহত শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত জাহিদ সম্পর্কে আনিছুরের শ্যালক।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। সড়ক দুঘর্টনায় একই পরিবারের চারজন মানুষের প্রাণহানীর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনিছুর রহমান মাষ্টারের এক মাসের শিশু সন্তানের গত কয়েকদিন হল জ্বর হওয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ী ফেরার পথে তারা স্বপরিবারে দুর্ঘটনার শিকার হন।





নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোন আপোষ নেই
পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার