বৃহস্পতিবার ● ১২ আগস্ট ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » একই রশিতে ঝুলন্ত দুই যুবকের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত দুই যুবকের মরদেহ উদ্ধার
সাইফুল মিলন, স্টাফ রিপোর্টার :: গাইবান্ধা সদর উপজেলায় এক গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই যুবক মৃনাল চন্দ্র দাস (২৬) ওই ইউনিয়নের পাঠান ডাংগা মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে ও সুমন চন্দ্র দাস (২৭) চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে।
আজ বৃহস্পতিবার ১২ আগস্ট সকালে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগার মাঝিপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুদিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে মৃনাল ও সুমন বাড়ি থেকে বের হয়ে যান। দু’দিন নিখোঁজ থাকার পর এক গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুজনের মরদেহ দেখেতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে তিন ব্যক্তির ছবি, ছুড়ি ও তাদের ব্যবহৃত ব্যাগ পরে থাকতে দেখা যায়। এ বিষয়ে তদন্ত চলছে।
নিহতের স্বজনদের অভিযোগ, দুদিন আগে নিখোঁজ হওয়া তাদের ছেলেকে কে বা কারা হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে।





পরিস্থিতি সামাল দিতে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ নিন
সংবিধান বাতিল বা পরিবর্তন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়
দেশের জনগণ এই সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : সাইফুল হক
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচন গাইবান্ধার সাদুল্লাপুরে চলেছে ভোট গ্রহণ
হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধায় ১৫ পরিবারকে স্বাবলম্বী গড়ে তোলার উদ্যোগ
৮০ বছরের পুরোনো ক্লাবের লীজ বাতিল, হতাশায় গাইবান্ধার ক্রীড়াঙ্গন
গাইবান্ধায় প্রার্থীর সমর্থককে হত্যার অভিযোগ
আদিবাসী পল্লী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধায় ইপিজেড ও বালাসী-বাহাদুরাবাদ টার্নেল নির্মানের দাবিতে বিক্ষোভ সমাবেশ