শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » কৃষি » লামায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি : কৃষকের মাথায় হাত
লামায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষয়-ক্ষতি : কৃষকের মাথায় হাত
লামা (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যায় পেঁপে বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।
লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা সিমং মারমা (৪৫) প্রতি বছরের ন্যায় এবারও তার জমিতে ১ একর ২০ শতক জমিতে পেঁপে চাষ করেন। তার পরিশ্রমে গড়া এবছরের একমাত্র ফসল হারিয়ে সে পরিবার পরিজনদের নিয়ে কষ্টে পড়েছেন।
চলতি মৌসুমে তাদের আউশ ধানের চারা রোপন করেন কৃষকরা। এছাড়া আবার অনেকে পেঁপে চাষ করে থাকে। কেউ বা সবজি চাষ করেন। সাম্প্রতিক বন্যায় সবকিছু হারিয়ে এখন কৃষকের মাথায় হাত।
সিমং মারমার প্রতিবছরের ন্যায় ক্ষেতের পেঁপে গাছ পানিতে ডুবে পচন ধরে গাছ মরে গেছে। কিস্ত সাম্প্রতিক বন্যায় গাছের গোড়ায় পানি জমে গাছ গুলো লাল হয়ে পেপে ঝড়ে ঝড়ে পড়ে যাচ্ছে এবং গাছ মরে যাচ্ছে।
গত ৮ আগষ্ট সরেজমিনে দেখা যায়, তার সকল আবাদ নষ্ট হয়ে গেছে। কৃষকের সাথে কথা বলে জানা গেছে, তার ১ একর ২০ শতক পেঁপে বাগান প্রায় নষ্ট হয়ে গেছে। আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হয়েছেন তিনি।
কৃষক সিমং মারমা বলেন, চোখে সরষে ফুল দেখতেছি। কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবো জানিনা। তিনি আরো বলেন সরকারী কোন সাহায্য-সহযোগিতা পাইনি।
এছাড়া রুপসী পাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাম্প্রতিক বন্যায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিগ্রস্ত হয়ে। তন্নমধ্যে ২নং ওয়ার্ডের হ্লামংসিং মারমা, ৩নং ওয়ার্ডের নির্মল বড়ুয়া, মংক্যসিং মারমা প্রমূখ। কৃষকরা তাদের ফসলের ক্ষতি কাঠিয়ে উঠার জন্য সরকারী প্রণোদনা পাওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
এছাড়া লামা উপজেলায় বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার কৃষকের ফসলের ক্ষতি হয়ে।
এবিষয়ে লামা উপজেলার কৃষি বিভাগের উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিত বড়ুয়া বলেন, বর্তমান আউশ মৌসুমে আমাদের কোন বরাদ্দ নেই। আগামী রবি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষদদের অগ্রাধিকার ভিত্তিতে সকরকারি সহযোগিতা করা আশ্বাস দেন তিনি।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান