বৃহস্পতিবার ● ৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » কৃষি » রাতের আঁধারে লক্ষাধিক টাকার ড্রাগন ফল চুরি
রাতের আঁধারে লক্ষাধিক টাকার ড্রাগন ফল চুরি
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ছকাদা সিরামপুর গ্রামের পূর্ব পাড়ার ইউনুস মল্লিকের প্রায় লক্ষাধিক টাকার ড্রাগন ফল রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের আঁধারে প্রায় লক্ষাধিক টাকার ড্রাগন ফল চুরির হয়েছে। ফল চাষি ইউনুস মল্লিক বলেন, ছকাদা সিরামপুর মাঠে দেড় বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন বাগান করি। বাগানের নিরাপত্তার জন্য চারিদিকে কাটা তারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছি। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ড্রাগন বাগানে গিয়ে দেখি ড্রাগন গাছে ফল নেই গাছগুলো দেখে রীতিমত হতবাক হয়ে পড়ি। সামাজিক ভাবে শত্রুতা থাকার এমন টা হয়েছে। চুরি তো আর বাইরের লোক করতে আসেনি। আমার গ্রাম বা বাড়ির আশপাশের লোক করেছে সামাজিক ভাবে না পেরে অর্থনৈতিকভাবে ক্ষতি করছে। কোটচাঁদপুর মডেল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছি তদন্ত পুর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবী করছি ড্রাগন চাষির ছোট ভাই রুহুল আমিন বলেন, ঘটনাটি যারাই ঘটাক তারা ঠিক করেনি। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে। তাই বলে গাছের ফলের ক্ষতি করবে এটা আবার কেমন কথা? তবে এ ধরণের মানুষদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা উচিৎ। লক্ষিকুন্ড পুলিশ ফাঁড়ির আই সি সাইদুর রহমান বলেন, ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেয়ে আমি ড্রাগন বাগান পরিদর্শন করেছি, দোষী দের খুঁজে বের করার চেষ্টা চলছে।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান