শুক্রবার ● ১১ মার্চ ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি শহরে অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই : ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা
রাঙামাটি শহরে অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই : ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা

ষ্টাফ রিপোর্টার :: (১১ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২০মিঃ) রাঙামাটির শহরের ফরেষ্ট কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুরে ছাই হয়ে গেছে৷
১১ মার্চ শুক্রবার ভোর অনুমানিক সাড়ে পাঁচ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যাংকার মিল্টন চাকমা রিপন৷
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু ততক্ষনে সব পুরে শেষ হয়ে গেছে ৷ পুড়ে যাওয়া ঘরের মালিক মিল্টন চাকমা রিপনের পিতা মন্টু বিকাশ চাকমা যৌথভাবে স্বপরিবারে প্রায় ২০ বছর এখানেই বাস করতেন ৷ বাড়ীতে দুটি আলাদা ঘরে ভাড়াটিয়া রুপময় চাকমা ও দীপংকর চাকমা’র পরিবারও ছিল ৷ তার প্রতিবেশী জীবণ বিকাশ চাকমা’র ঘরটি দুর থেকে বুঝার উপায় নাই যে ঘরের ভিতরে সব মালামল পুড়ে ছাই হয়ে গেছে ৷ অগ্নিকান্ডে চার পরিবারই নিঃস্ব হয়ে যায় ৷ ক্ষতিগ্রস্থরা জানান, ঘরে থাকা মোটর সাইকের,টিভি, ফ্রিজ, কম্পিউটার, ব্যক্তিগত ভোটার আইডি কার্ড, পাশপোর্ট,জায়গার দলিল,চাকুরীর জরুরী কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে বলে বলেন মন্টু বিকাশ চাকমা তিনি প্রাথমিক ভাবে ক্ষতির পরিমাণ ৩০ লক্ষ টাকার উর্ধে হবে বলে উল্লেখ করেন ৷

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘরের মালিক মন্টু বিকাশ চাকমা,জীবণ বিকাশ চাকমা এবং ভাড়াটিয়া রুপময় চাকমা ও দীপংকর চাকমা তাদের পরিবার পরিজনদের নিয়ে খোলা আকাশের নীচে রাত্রি যাপন করতে দেখা গেছে ৷
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিট পক্ষ থেকে প্রাথমিক ভাবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চার পরিবারকে ১০ কেজি করে চাউল,১টি করে কম্বল, ডাল, আলু, লবণ, রান্না করার হাড়ি পাতিল, পানির গ্লাস,ম্যাচ সহায়তা অনুদান হিসেবে প্রদান করে ৷
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সাধারন সম্পাদক এম. জিসান বখতেয়ার ও জেলা ইউনিট কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান