শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক উদ্বোধন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক উদ্বোধন
রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের স্থাপিত ফ্রন্ট ডেস্কটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব), সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ (যুগ্মসচিব), বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখান, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী জনাব তুষিত চাকমা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ এয়াছিনুল হক, বোর্ডের গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, সহকারী পরিচালক সাগর পালসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের শেষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ফ্রন্ট ডেস্ক এর বিভিন্ন কার্যক্রমের অংশ পরিদর্শন করেন। জনগণের সেবা সহজীকরণের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্কটি স্থাপন করা হয়। এতে সেবা গ্রহীতা সাধারণ জনগণ এছাড়াও সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন বিভাগ/দপ্তর/সংস্থা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ফ্রন্ট ডেস্ক থেকে দাপ্তরিক সংশ্লিষ্ট সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবে।





মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান
মানিক মিয়া এভিনিউয়ে দেশনেত্রীর জানাজায় রাঙামাটি থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ
বাঙ্গালহালীয়তে খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত
চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক