শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ পালিত
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ পালিত
কে এম শাহীন রেজা ,কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৪২৯ বর্ষবরণ পহেলা বৈশাখ পালিত হল। কুষ্টিয়ায় জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাদকদলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর গেট হয়ে কালেক্টরেট চত্বরের বনবীথিতে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, সরকারি দপ্তরসমুহ যোগদান করে। উক্ত শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম। মঙ্গল শোভাযাত্রা শেষে কালেক্টরেট চত্বরে বনবীথির গাছের ছায়ায় বাঙালির প্রাণের মেলা পহেলা বৈশাখের গান, কবিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, পহেলা বৈশাখ সারা বিশ্বের বাঙালির প্রাণের উৎসবের দিন। ধর্ম বর্ণ জাতিভেদে বাঙালির ঐক্যের দিন। তিনি আরও বলেন, আর্থ সামাজিক উন্নয়নের শপথ নিতে হবে আজকের দিনে। বাঙালি জাতিসত্বা তুলে ধরতে হবে। নতুন প্রজন্মকে বাঙালি চেতনায় গড়ে তুলতে হবে। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু, সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, সরকারী প্রকৌশলী (জিপি) এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুম, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু সহ আরো অনেকে।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী