বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভূমি বিরোধের জেরে পানছড়িতে যুবককে হত্যা চেষ্টা
ভূমি বিরোধের জেরে পানছড়িতে যুবককে হত্যা চেষ্টা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ির উল্টাছড়িতে ভূমি বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে শাজাহান কবির সাজু (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে মোসলেম উদ্দিন (৫২) নামের এক ব্যাক্তি এ ঘটনা ঘটিয়েছে।
পরে গুরুত্বর আহত শাজাহান কবির সাজু উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শাজাহান কবির সাজু ও তার ভাইদের মধ্যে পার্শ্ববর্তী জায়গা নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। দুপুরে হঠাৎ করে সিমানা বেড়া দেওয়ার সময় সীমানা সঠিক হয়নি বলে প্রতিবাদ করায় প্রতিবেশী মোসলেম উদ্দিন ধারালো দা দিয়ে শাজাহান কবির সাজুকে কোপ দেয়।
এতে তার ঘাঁড়ে বড় একটি অংশ কেটে ব্যাপক রক্তক্ষরণের ফলে তার অবস্থা এখনো শঙ্কা মুক্ত নয় বলে জানা যায়।
হামলাকারী মোসলেম উদ্দিন উল্টাছড়ি বাজার এলাকার আবু তাহের এর ছেলে।
এ ঘটনায় মো: মোসলেম উদ্দিনকে ইন্ধনদাতা হিসেবে স্থানীয় ৫নং উল্টাছড়ি ওয়ার্ড মেম্বার ফজলুর রহমানকে দায়ী করেন হামলায় আহত শাজাহান কবির সাজুর স্বজনরা।
তবে এই দায় অস্বীকার করেছেন অভিযুক্ত ৫নং উল্টাছড়ি ওয়ার্ড মেম্বার ফজলুর রহমান।
সাজুর বড় ভাই মো: আরসাদ আলী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে এই ভূমি নিয়ে বিরোধ। হঠাৎ জায়গায় বেড়া(সীমানা) দেওয়া নিয়ে কথা বলায় তারই ছোটভাই শাজাহান কবির সাজু হত্যার চেষ্টা করে জানিয়ে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
পানছড়ি থানার ওসি আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতের পক্ষ থেকে অবহিত হয়েছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।





খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা