বুধবার ● ১১ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » চতুর্থ বারের মতো মাটিরাঙ্গা থানার আলী জেলার শ্রেষ্ঠ ওসি
চতুর্থ বারের মতো মাটিরাঙ্গা থানার আলী জেলার শ্রেষ্ঠ ওসি
খাগড়াছড়ি প্রতিনিধি :: চতুর্থ বারের মতো খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী।
একই সাথে মাটিরাঙ্গা থানার এসআই মোঃ ইব্রাহিম খলিল জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (৯ মে) সকালে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আব্দুল আজিজ অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেন।
জানা যায়, জেলা পুলিশের এপ্রিল মাসের ভালো কাজ ও কর্মদক্ষতা ভিত্তিক মানদণ্ডের আলোকে থানাভিত্তিক খাগড়াছড়ির সামগ্রিক অবস্থার মূল্যায়ন করা হয়। এতে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে চৌকষ কর্মকর্তাদের নাম প্রকাশ করেন পুলিশ সুপার। এ সময় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলীর নাম ঘোষণা করেন তিনি। পাশাপাশি একই মানদণ্ডের ভিত্তিতে এপ্রিল মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা থানার এসআই মো. ইব্রাহিম খলিল।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী বলেন, এ অর্জন মূলতঃ মাটিরাঙ্গা উপজেলার জনগণের। তাদের সহযোগীতায় আমি এই সম্মাননা পেয়েছি। অস্ত্র, মাদক ও সন্ত্রাসসহ যে কোনো অপরাধ দমনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ অর্জনে খাগড়াছড়ি জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ জেলার সকল সিনিয়র স্যার এবং মাটিরাঙ্গা থানার সহকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী খাগড়াছড়ি পার্বত্য জেলায় চতুর্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।





মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
সাড়ে ৩ মাসেও উদ্ধার হয়নি অপহৃত টেলিকম ৪ কর্মী