বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » গণ অধিকার পরিষদ নেতার উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
গণ অধিকার পরিষদ নেতার উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন’র উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে গণঅধিকার পরিষদ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সংগঠক সাখাওয়াত হোসেন, বাংলাদেশ শ্রমিক অধিকার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল জাহিদ রাজন, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আরিফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা, চট্টগ্রামে অগ্নিকান্ডে আহতদের দেখতে গিয়ে হামলার শিকার রাশেদ খাঁন’র উপর হামলার প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
উচ্চ আদালতের রায়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী প্রার্থীতা ফিরে পেলেন
ঝিনাইদহ :: শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটেছে। উচ্চ আদালতের রায়ে নৌকার প্রার্থীতা ফিরে পেয়েছেন আওয়ামলীগের মেয়র প্রার্থী আব্দুল খালেক। রায়ের ফলে স্বস্তি ফিরে এসছে নৌকার শিবিরে। বুধবার দুপুরে উচ্চ আদালতের রায়ে নির্বাচন কমিশনের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। ফলে ভোটে প্রতিদ্বন্দিতা করতে আর বাঁধা থাকলো না ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সরকারী দলীয় মেয়র প্রার্থী আব্দুল খালেকের। আদালতের রায়ের পর তিনি ভি চিহ্ন প্রদর্শন করে জয়ের ব্যাপারে আশাবাদী বলে সাংবাদিকদের জানান। বুধবার (৮ জুন) হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজি জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ। এর আগে মঙ্গলবার (৭ জুন) হাইকোর্টের একই বেঞ্চে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সেটি জানতে চেয়ে রুল জারি করেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়। আর এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন আদালত। তারই পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আদালতে এদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির, অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও এমএস সাঈদ আহমেদ রাজা। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার হারুনুর রশিদ খান। ইসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিজলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফিদা এম কামাল, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মুরাদ রেজা ও অ্যাডভোকেট এবিএম ইলিয়াস কচি। এসময় নির্বাচন কমিশনের ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ড. মোহাম্মদ ইয়াসিন খান উপস্থিত ছিলেন। উল্লখ্য গত ২ জুন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন প্রশাসন) মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার পর নৌকার শিবিরে হতাশা নেমে আসে। বন্ধ হয়ে যায় সমস্ত প্রচার প্রচারণা। উল্লেখ্য, ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামলীগের মেয়র প্রার্থী আব্দুল খালেক, স্বতন্ত্র কাইয়ুৃম শাহারিয়ার জাহেদী হিজল, আ’লীগ থেকে বহিস্কৃত মিজানুর রহমান মাসুম এবং ইসলামী অন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন।
শৈলকুপায় জনতা ব্যাংকে প্রতারক চক্রের হানা, আটক-১
ঝিনাইদহ :: ঝিনাইদহের জনতা ব্যাংক শাখা থেকে প্রতারণা করে চার লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্রের ৩জন। বুধবার দুপুরে শৈলকুপা হাইস্কুল মার্কেটে অবস্থিত জনতা ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্তৃপক্ষ সুমী বেগম নামে এক মহিলা প্রতারককে আটক করেছে। বাকী সদস্যরা দ্রুত পালিয়ে গেছে। আটককৃত সুমি বেগম খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর ইউনিয়নের বলরধনা গ্রামের কামাল হোসেনের স্ত্রী। পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা জানান, বুধবার সকাল ১০টার দিকে শৈলকুপা জনতা ব্যাংক শাখায় অতিরিক্ত ভিড় ছিল। ভিড়ের সুযোগ নিয়ে প্রতারক চক্রের একাধিক সদস্য লাইনে দাড়িয়ে বিদেশ থেকে তাদের নামে রেমিট্যান্স এসেছে বলে জানায়। এভাবে ৬ জনের মধ্যে ৪ জন প্রায় চার লাখের বেশি টাকা ভুয়া কাগজপত্র দেখিয়ে উত্তোলন করেন। প্রত্যেকের উত্তোলিত টাকার পরিমান ছিল ৯০ হাজার থেকে ১ লাখ ১০ হাজারের মধ্যে। এক পর্যায়ে তাদের ভাউচার দেখে ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হয়। তার আগেই প্রতারক চক্রের মহিলা সদস্যরা টাকা নিয়ে উধাও হয়ে যায়। এসময় পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা খোঁজাখুঁজি শুরু করেন। তারা পৌর এলাকার বৈকালিক দুধ বাজার থেকে সুমি বেগম নামে ওই চক্রের এক সদস্যকে আটক করেন। এ সময় উপস্থিত জনতা তাকে গরধোলায় দিতে থাকে। এব্যাপারে শৈলকুপা জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক শাহীনুর ইমলাম বলেন, প্রতারক চক্র টাকা উত্তোলনের ২টা ধাপ নিজেরাই জাল সাক্ষর করে ক্যাশ কাউন্টারে জমা দিয়ে টাকা উত্তোলন করে। ব্যাংক কর্মকর্তাদের অসাবধানতার কারনে এমনটি হয়েছে বলেও তিনি স্বীকার করেন। আটককৃত মহিলা ব্যাংক হেফাজতে আছে। সন্ধ্যার মধ্যে টাকা উদ্ধার না হলে বাকী সদস্যদের পরিচয় উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় ব্যাংক ম্যানেজার।
ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার ৩ আসামী মহেশপুর সিমান্তে গ্রেপ্তার
ঝিনাইদহ :: ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লেবুতলা গ্রামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন। ঝিনাইদহ র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবারিক বিরোধের জের ধরে গত ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়া (২৬) কে শ্বাসরোধ করে হত্যা করে আসামীরা। এ ঘটনায় নিহতর পিতা মহিউদ্দীন বাদী হয়ে ঝিনাইদহের একটি আদালতে মামলা করেন। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র্যাব-৬ মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। বুধবার আসামীরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব-৬ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁন মিয়া হত্যার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
ঝিনাইদহে পরীক্ষার আগে লাইসেন্স প্রার্থী গাড়ী চালকদের প্রশিক্ষণ
ঝিনাইদহ :: ঝিনাইদহে পেশাদার, অপেশাদার গাড়ী চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নেওয়ার আগে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। সড়ক দুর্ঘটনা রোধ, চালকদের করণীয়সহ নানা বিষয়ে লাইসেন্স প্রার্থীদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করছে ঝিনাইদহ বিআরটিএ অফিস। জানা যায়, ঝিনাইদহ বিআরটিএ অফিস থেকে লাইসেন্স নেওয়ার জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার আগে বিআরটিএ’র কর্মকর্তারা লাইসেন্স প্রার্থীদের প্রশিক্ষণ প্রদাণ করেন। প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক এস এম সবুজ, উচ্চমান সহকারী মফিজুর রহমান, ম্যাকানিক্যাল এ্যাসিসটেন্ট কুতুব উদ্দিন। জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান বলেন, গাড়ী চালক যারা লাইসেন্স গ্রহণ করতে চান তাদের অনেকেই দুর্ঘটনার কারণগুলো জানেন না। সড়কে চলাচলের নানা নিয়ম সম্পর্কে জানেন না। তাই তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হচ্ছে। আমরা আশা করি প্রতিবার পরীক্ষার সময় লাইসেন্স প্রার্থীদের এভাবে প্রশিক্ষণ দেওয়া হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ