 
       
  মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খেলা » ঝালকাঠিতে দুই দিনের স্কুল দাবা প্রতিযোগিতা শেষ
ঝালকাঠিতে দুই দিনের স্কুল দাবা প্রতিযোগিতা শেষ
 গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে মার্কস অ্যাকটিভ স্কুল দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল ছয়টায় পুলিশ লাইনের ড্রিল শেডের হলে স্কুলভিত্তিক দলগত প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
 গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে মার্কস অ্যাকটিভ স্কুল দুই দিনব্যাপী দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল ছয়টায় পুলিশ লাইনের ড্রিল শেডের হলে স্কুলভিত্তিক দলগত প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, আহবায়ক, মার্কস একটিভ স্কুল দাবা প্রতিযোগিতা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), মোঃ মইনুল হক, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস), শংকর কুমার দাস, এবং জেলা ক্রীডা সংস্থা সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া কর্মকর্তাগণসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দু’দিনব্যাপী দাবা প্রতিযোগিতায় জেলার চারটি উপজেলার মাধ্যমিক স্তরের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সবাইকে টেক্কা দিয়ে জেলার উপকূলীয় উপজেলা কাঠালিয়া শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হয়েছেন।
এই প্রতিযোগিতায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় রানার্সআপ ও ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় কাঠালিয়া উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা দাবায় চ্যাম্পিয়ন হয়েছে এবং আগামীতে তারা বরিশালে জোনাল রাউন্ডে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় দ্বিতীয় রানার্সআপ হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দাবা ফেডারেশনের,পুলিশ বিভাগের,এবং শিক্ষা বিভাগের ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুস্থ ও শক্তিশালী মানসিক বিকাশের জন্য শিশুদের খেলাধুলা করা প্রয়োজন।বর্তমান সময়ে ইনডোর খেলাধুলার মধ্যে দাবা খেলায় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বেশি রয়েছে এবং প্রতিষ্ঠান পর্যায়ে দাবার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা হচ্ছে এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
ঝালাকঠি জেলা পরিষদ নির্বাচনে ৭ পদে বৈধ প্রার্থী ১৫ জন
,ঝালকাঠি :: ঝালকাঠিতে জেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা পরিষদ চেয়ারম্যান ১টি পদে একক প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। যার ফলে ঝালকাঠির জেলা আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহজ্ব এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
সদস্য পদে একক প্রার্থী ঝালকাঠি সদর উপজেলায় ১টি পদে মোঃ শামছুল হক পিরু ও নলছিটি উপজেলায় হাজী মোঃ ছোহরাব হোসেন। রাজাপুর উপজেলয়া সদস্য ১টি পদে এ এইচ এম খাইরুল আলম সরফরাজ, মোঃ নজরুল ইসলাম ও মোঃ তারিকুল ইসলাম।
কাঠালিয়া উপজেলায় ১টি পদে এসএম ফয়জুল আলম সিদ্দিকী, এসএম আমিরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান গোলদার ও সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম এই ৪জন প্রার্থী রয়েছে।
সংরক্ষিত ঝালকাঠি-নলছিটি মহিলা সদস্য ১টি পদে হোসনে আরা মান্নান একক প্রার্থী এবং কাঠালিয়া ও রাজাপুর উপজেলায় ১টি পদে মোসাঃ জাহানারা হক, জোৎসনা খানম , মোসাঃ সনিয়া ও নাসরিন সুলতানা মুন্নিসহ ৪জন প্রার্থী রয়েছে। রোববার ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে বাছাই কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় জেলা নির্বাচন অফিসার অহিদুজজামান মুন্সি উপস্থিত এবং দলীয় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা আহেদুজ্জামান মুন্সী জানিয়েছেন, মনোনয়ন পত্র গ্রহণ, যাচাই-বাছাইয়ের পর আগামী ২৫ তারিখের পরে সরকারিভাবে এ বিষয়ে ঘোষণা আসবে।

 
       
       
      



 রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
    রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত     তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
    তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি     রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
    রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা     রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
    রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট     কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
    কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী     মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
    মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন     রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
    রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল     খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
    খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান     চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
    চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন     সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি
    সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি