মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের প্রবাসীর স্ত্রী উপর লোলুপ দৃষ্টি পরে দত্তগ্রাম গ্রামের মইছ উদ্দিনের পুত্র আবু সিদ্দিককের। দীর্ঘদিন ধরে আবু সিদ্দিক প্রবাসীর স্ত্রীকে অনৈতিক কাজের কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি স্ত্রী তাঁর স্বামীকে জানালে আসামি আবু সিদ্দিক ক্ষিপ্ত হয়ে গত ১২ অক্টোবর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় একই গ্রামের মহরম আলী (৩৮) ও রুহুল আমীন (৩২) ঘরের বাহিরে দাঁড়িয়ে পাহারা দিয়ে ধর্ষণ কাজে সহযোগিতা করে বলে এজহারে উল্ল্যেখ করা হয়েছে।
ধর্ষিতা জানান, ধর্ষণ শেষে ধর্ষক আবু সিদ্দিক এব্যপারে মামলা মোকাদ্দমা করলে তাকে সহ তার সন্তানকে খুন করে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।
পরে ধর্ষিতা বিষয়টি পরিবার ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করে ১৬অক্টোবর রাতে ঈশ্বরগঞ্জ থানায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে রাতেই এসআই সাদী মোহাম্মদ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে মামলার প্রধান আসামি আবু সিদ্দিককে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসতাছিনুর রহমান জানান।





মনোনয়ন বঞ্চিত শাহীনের বিএনপি থেকে পদত্যাগ
ময়মনসিংহে দিপু হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১১
শিশু সন্তানকে ফেলে সহকর্মীর সঙ্গে পরকীয়া, বিচার চাইতে গিয়ে মারধরের শিকার স্বামী
৬ দফা দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
ঈশ্বরগঞ্জে মৃত্যুশয্যায় বড় ভাইকে দেখতে এসে হামলার শিকার
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান