মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মানুষের ভোটের অধিকার হরণ করায় আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে
মানুষের ভোটের অধিকার হরণ করায় আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে
 সাতক্ষীরা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকার ও সরকারি দল আওয়ামী লীগ বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে।বিরোধীদের শান্তিপূর্ণ সভা সমাবেশ পন্ড করতে  গণপরিবহন বন্ধ করে গণদূর্ভোগ সৃষ্টিকারি  অপকৌশল গ্রহণ করতে হয়েছে;  তাদেরকে দমন - নিপীড়ন, হত্যা  - সন্ত্রাসের পথ অবলম্বন করতে হয়েছে। এটা আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়। তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে সরকার কার্যতঃ দেশের মানুষের বিরুদ্ধে অবিস্থান নিয়েছে। তিনি সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন,  আপনাদের জন্য যা  খেলা দেশের মানুষের জন্য তা চরম কষ্ট আর দূর্ভোগের  কারণ। আপনাদের রাজনৈতিক খেলাধুলায় দেশের মানুষের জীবন ওষ্ঠাগত।
তিনি  বলেন এবার আন্দোলনে জিততে না পারলে ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশ ও দেশের  গণতান্ত্রিক ভবিষ্যৎ- কোনটাই  রক্ষা করা যাবে না।তিনি   অধিকার  ও মুক্তি অর্জনে  রাজপথে গণসংগ্রাম জোরদার করার জন্য  দেশবাসীর প্রতি আহবান জানান।
আজ সকালে সাতক্ষীরায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।
সাতক্ষীরায় শহীদ  নাজমুল স্মরণিতে ম্যানগ্রোভ সভাঘরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এটিএম রইফুদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ আহমেদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, পার্টির পৌর কমিটির আহবায়ক বায়েজিদ হাসান,সদস্য সচিব মোঃ আলাউদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন  বাংলাদেশ জাসদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, জেএসডির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবদুল জব্বার, জাতীয়তাবাদী  গণতান্ত্রিক আন্দোলনের আহবায়ক আবদুস  সেলিম, ভূমিহীন সমিতির সভাপতি আবদুস সাত্তার ও কৃষক দলের রমিজউদ্দিন সরদার প্রমুখ।

      
      
      



    কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক    
    ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী    
    চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়    
    কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার    
    কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত    
    কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন    
    জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে    
    কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ    
    ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি    
    কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায় স্বীকার করল আটককৃত স্বামী