রবিবার ● ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ে হতাশ কৃষক
ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ে হতাশ কৃষক

ঝিনাইদহ প্রতিনিধি :: (৩ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় সকাল ১১.১০মিঃ) পারপোল ক্লোচ বা পাতামরা রোগে আক্রান্ত হয়ে ঝিনাইদহে পেঁয়াজের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে ৷ উত্পাদন খরচ না উঠার আশঙ্কায় হতাশ কৃষক ৷ কৃষকরা বলছেন, এ বিপর্যয়ের কোন সমাধান দিতে পারেনি কৃষি বিভাগের কর্মকর্তারা৷ ফলে হতাগ্রসত্ম হয়ে পড়েছে তারা ৷
ঝিনাইদহ কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় এবার পেঁয়াজ চাষ হয়েছে ৭,৮০০ হেক্টর জমিতে৷ এর মধ্যে শৈলকুপা উপজেলায় ৬,১২৫ হেক্টর, সদর উপজেলায় ৩৫০ হেক্টর, কালীগঞ্জ উপজেলায় ১৪৫ হেক্টর, কোটচাঁদপুর উপজেলায় ২১০ হেক্টর, মহেশপুর উপজেলায় ৬৮০ হেক্টর ও হরিণাকুন্ডু উপজেলায় ২৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে৷ এর লক্ষ্যমাত্র ধরা হয়েছে ৬৮,৪৪৫ মে.টন ৷
একাধিক চাষী জানায়, পেঁয়াজ লাগানোর পর থেকে ঝিনাইদহের ৬টি উপজেলার বিভিন্ন মাঠে ভালো ফলন হওয়ার সম্ভাবনা ছিল ৷ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হঠাত্ বৃষ্টির পর থেকেই ক্ষেত আক্রান্ত হয় পারপোল ক্লোচ নামের ভাইরাসে ৷ ব্যাপকভাবে মারা যায় পেঁয়াজের পাতা ৷ এতে পেঁয়াজের দানা মোটা হয়নি ৷ ফলে আশানুরূপ ফলনও পাওয়া যায় নি৷ এ বছর পেঁয়াজ চাষ করে কৃষকদের উত্পাদন খরচও ঘরে উঠছে না ৷
তারা আরও জানায়, আক্রান্ত হওয়ার সময় কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিলে এ ফলন বিপর্যয় হতো না ৷ ঝিনাইদহ কৃষি সমপ্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহ মোহা. আকরামুল হক জানান, অতি বৃষ্টির কারণে দু’এক জায়গায় ফলন বিপর্যয় হলেও সারা জেলায় আশানুরূপ ফলন হয়েছে ৷





ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই
চাইল্ড পার্লামেন্টের সুপারিশে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির আশ্বাস ডেপুটি স্পিকারের
খাগড়াছড়িতে ফ্রিল্যান্সিং করে সুমন এর আয় মাসে ৮ লাখ টাকা
ঠিকাদার-বিসিকের টানাপোড়নে আটকে আছে রাউজান বিসিক শিল্প নগরী কাজ
রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঈদকে সামনে রেখে আত্রাইয়ে প্রস্তুত ৪৮ হাজার কোরবানির পশু
আক্কেলপুরে দ্রব্যমূল্যের ঊধর্বগতি দিশেহারা মানুষ
বিশ্বনাথে এবি ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন
আকমল পর্তুগালে দেশের সেরা তৃতীয় রেমিট্যান্সযোদ্ধা নির্বাচিত