বৃহস্পতিবার ● ১৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সূর্যমুখী চাষে নেজাম উদ্দিনের মুখে হাসি
রাউজানে সূর্যমুখী চাষে নেজাম উদ্দিনের মুখে হাসি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে প্রথমবারে সূর্যমুখী চাষ করে কাঙ্ক্ষিত ফলন পেয়ে খুশি সৌখিন কৃষক নেজাম উদ্দিন। তার সূর্যমুখী বাগানে না গেলে বোঝাই যাবে না, কী অপূর্ব সুন্দর দৃশ্য। প্রতিদিন মানুষ তার সূর্যমুখী বাগানে এসে হাতে থাকা মোবাইলে মনের সুখে ছবি ও ভিডিও চিত্র ধারণ করছেন। সেটি আবার সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন।
রাউজানের নেজাম উদ্দিনকে বলাযেতে পারে তিনি একজন সফল কৃষক। তিনি মাটিতে যে বীজ বপন করেন, সে মাটিতেই ভালো ফলন ফলে। সূর্যমুখী বাগানটি তার এ বছর প্রথম। উপজেলার গশ্চি গ্রাম তার বাড়ি। কাপ্তাই সড়কের পাশে অনাবাদি জমিতে তিনি এই সূর্যমুখী ফলের চাষ করেন। প্রায় দুই বিঘা জমির ওপর।
কাপ্তাই সকড় দিয়ে যাতায়াত কারি যাত্রীদের নজর কাড়ছে নেজাম উদ্দিনের সূর্যমুখী বাগান। সুযোগ পেলে গাড়ি থেকে নেমে ছবি তুলে নিচ্ছেন। তিনি সূর্যমুখী বাগান এর পাশাপাশি সরিষার ক্ষেত করেছেন। মিশ্র ফলন হিসেবে লাগানো হয়েছে উন্নত জাতের বাদাম।
সৌখিন কৃষক নেজাম উদ্দিন জানান, এ বছরই আমি সূর্যমুখীর চাষ করছি। স্থানীয় নেতাদের অনুপ্রেরণায় আমি এসব অনাবাদি জমি গুলোতে সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের আবাদ করছি। এই বীজ উপজেলা কৃষি অধিদপ্তর থেকে দিয়েছে। কৃষি কর্মকর্তারা প্রায় সময় এসে ক্ষেত দেখে যাচ্ছেন। অনেক পরামর্শ দিচ্ছেন। তাদের সহযোগিতায় কৃষি কাজে আরও বেশি উৎসাহ পাচ্ছি। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে জানা গেছ, উপজেলায় প্রায় বিভিন্ন জায়গায় জমিতে এ সূর্যমুখী ফুলচাষ হচ্ছে। উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভার ভেতর এ ফুলের চাষ করা হচ্ছে। সূর্যমুখী ফুলের তেল খুবই উপকারী। উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রতিটি কৃষককে সূর্যমুখী ফুলের বীজ ও সার সরবরাহ করা হয়েছে।





রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত