মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে মাদরাসার শ্রেণী কক্ষের সামনে দিয়ে চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন
পানছড়িতে মাদরাসার শ্রেণী কক্ষের সামনে দিয়ে চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন
মো. হেলাল উদ্দিন,পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার সীমানা প্রাচীর ভেঙে শ্রেণী কক্ষের সামনে দিয়ে চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।
১৯ জুন ২০২৩ সোমবার সকাল ৯টার সময় পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গেইটের সামনে সড়কে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রছাত্রীদের হাতে নানা ধরনের ফেস্টুন শোভা পায়। তাতে লিখা ছিলো “ রাস্তার থাকার পরও মাদরাসার উপর দিয়ে চলাচলের প্রতিকার চাই ” । “ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রাচীর চাই।”
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম জানান, প্রতিষ্ঠানটি দাখিল পর্যায়ে শুরু হলেও বর্তমানে আলিম শ্রেণীতে উন্নিত করণ সহ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এলাকাবাসীদের যাতায়াতের কথা চিন্তা করে ভবন নির্মানের মাদরাসার ক্রয়কৃত জমি থেকে পূর্বপাশ দিয়ে ৯ ফুট চওড়া রাস্তা রেখেই বাউন্ডারী ওয়াল করা হয়েছে। সেদিক দিয়েই এলাকাবাসী যাতায়াত করেন। আংশিক সীমানা প্রাচীর না থাকায় সেদিক দিয়ে এলাকার কিছু অ শৃঙ্খল লোক মাদরাসার অভ্যন্তরীন রাস্তা দিয়ে চলাচল করতো। পাঠদান সময়ে যাতায়াত করায় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার ব্যাঘাত ঘটতো। কেন্দ্রস্থিত প্রতিষ্ঠান হওয়ায় সরকারী নির্দেশনানুযায়ী সীমানা প্রাচীর আবশ্যক। সেই অসমাপ্ত আংশিক সীমানা প্রাচীর সরকারী অর্থে নির্মান করা হয়। নব নির্মিত সীমানা প্রাচীরটি অশৃঙ্খল লোকগুলো জোর পুর্বক ভেঙ্গে দিয়েছে। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনের আশ্রয় নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের , মোঃ সেলিম হোসেন জানান,আমরা প্রায় ৪০ বছর ধরে মাদ্রাসার পেছন দিয়ে এলাকার মানুষজন চলাচল করে আসছে । আমরাও এই রাস্তা দিয়ে জন্মের পর থেকে চলাচল করে আসছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মোমিন জানান, মাদরাসার ক্রয়কৃত ভুমি থেকে আগে থেকেই এলাকাবাসীর চলাচলের জন্য পূর্বপাশে ৮/৯ ফুট রাস্তা দিয়েছে , সেখানে প্রতিষ্ঠানের ভিতর দিয়ে চলাচলের প্রশ্নই আসে না। ইতিপুবে মাদরাসার পিছনে বসবাসকারী ৪ পরিবার বিএনপি জামাতের সাথে মিলে নানা অপতৎপরতা চালিয়েছে। সেখানে একটা প্রতিষ্ঠান সুরক্ষায় যা করা প্রয়োজন তাই করতে হবে। সরকারী কাজে বাধা ও মাদরাসার দেয়াল ভেঙ্গে তারা অপরাধ করেছে। এখনো তারা প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপ্রচার চালাচ্ছে।
উল্ল্যেখ্য, প্রতিষ্ঠানিক নিরাপত্তার দিক বিবেচনা করে গত ৫ জুন ২০২৩ অসমাপ্ত আংশিক সীমানা প্রাচীর নির্মান করা হয়। পরবর্তী ৬ জুন মাদরাসার পিছনের কিছু লোক তা ভেঙ্গে দেয়। এবং রাস্তা চালু রাখার দাবিতে গত ১৫ জুন ২০১২৩ বৃহস্পতিবার তারা মানববন্ধন করে।
পানছড়িতে গাঁজা সহ ২ জন আটক
পানছড়ি :: খাগড়াছড়ি জেলার পানছড়িতে গাঁজা সহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
শুক্রবার (৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি মো: হারুনুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই অনিক কুমার দে’র নেতৃত্বে বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার ইসলামপুর জোহর আলীর “স” মিল এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করে।
আটককৃত মো: ওয়াজকুরুনী (৩০) খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার ছোট মেরুং এর ছোবহানপুর গ্রামের মোঃ হাবিবের ছেলে ও অপর জন রাংগামাটি জেলার লংগদু উপজেলার করুনাচুড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো: নাছির উদ্দীন (৩৫)।
পানছড়ি থানার ওসি মো. হারুন রশিদ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , মাদক ,অবৈধ চোরা চালান রোধে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।





খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে : সুপ্রদীপ চাকমা
খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্র সহ এমএলপি এর দুই সন্ত্রাসী আটক
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর গণমিছিল
খাগড়াছড়িতে এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা