শুক্রবার ● ৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » অপরাধ » জোরারগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
জোরারগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষ-ণের মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাত-ন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতে বেঞ্চ সহকারী কফিল উদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার সাতুড়া এলাকার সুনাম উদ্দিনেরর ছেলে মো. মিশু (২৩) ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিমনগর থানার কুনদা বড়বাড়ীর মো. আলীর ছেলে মো. হৃদয় (২৫)।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম বলেন, এগারো জনের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে ধর্ষ-ণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ বছর করে কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রতিবেশী মুরগি ধরার কথা বলে ২০২০ সালের ২৭ অক্টোবর প্রতিবেশী মিশুর ঘরে ডেকে নিয়ে যায়। এ সময় হৃদয় নামে এক যুবকও মিশুর ঘরে ছিলো। মোবাইলে গান শোনানোর কথা বলে পাশের কক্ষে ওই কিশোরীকে নিয়ে গিয়ে দুই জন মিলে ধ-র্ষণ করে। পরে কিশোরীর চিৎকার শুনে ফুফু এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় কিশোরীর বাবা মো. আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০২১ সালের ১৭ অক্টোবর তৎকালীন থানার পরির্দশক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী দু’জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪