শনিবার ● ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার প্রতিনিধি সম্মেলন
ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামার প্রতিনিধি সম্মেলন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী’র ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পৌর শহরে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবুল ফজলের সভাপতিত্বে ও মুফতি ওবায়দুল হক, মুফতি মানসুর আহমাদ, মাও. হিফজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিশে শুরার সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান হাফেজ্জী।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা উপ-আমেলার সভাপতি মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মাহমুদুল হক আযীযী প্রমুখ।
এসময় ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ পার্শ্ববর্তী উপজেলা নান্দাইল ও গৌরীপুরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
প্রাণীসম্পদ প্রদর্শনী মেলায় নেই আগের জৌলুস
ঈশ্বরগঞ্জে জমি বিরোধে এক পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ
ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি
ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত, রোগীদের ভোগান্তি চরমে
ঈশ্বরগঞ্জে আ’লীগ নেতাসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা, আহত এনসিপি নেতাকর্মী
লকডাউন কর্মসূচি ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের অভিযানে আটক-৫
আ’লীগের নাশকতা ঠেকাতে ঈশ্বরগঞ্জে পুলিশের ‘হোন্ডা মোবাইল’ অভিযান