বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের গরম হাওয়া
ঝিনাইদহের ইউনিয়ন পরিষদ নির্বাচনের গরম হাওয়া

ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জের ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতে নির্বাচন হচ্ছে৷ আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় ধাপের ইউপি নির্বাচনে বুধবার মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ জন ইউপি চেয়াম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন৷ এখন ৯টি ইউপিতে ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে৷
বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৭ চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷ এছাড়া সীমানা সংক্রানত্ম জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না৷ ৯টি ইউনিয়নের ২নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন৷ এবারের নির্বাচনে কোন ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী নেই৷
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১ নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওহিদুল রহমান ওদু, বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াস রহমান মিঠু ও স্বতন্ত্র প্রার্থী লিয়াকত আলী খান (লিটন) (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ ইউনিয়নে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মাওলানা আলিনুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী শওকত আলী৷
২ নং জামাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের হোসেনের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন৷
৩ নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী গোলাম ছরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷ স্বতন্ত্র প্রার্থী রিংকু ঘোষ তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন৷
৪ নং নিয়ামতপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজু আহম্মেদ (রনি লস্কর), বিএনপির মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান মিলন, স্বতন্ত্র প্রার্থী সাজেদুল হক লিটন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শাহজাহান আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন৷
৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানা ও বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান আলী শেখ প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷
৮ নং মালিয়াট ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজিজুর রহমান খান, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মজিদ শেখ, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোসত্মফা শুকুর, স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হক (বিএনপি বিদ্রোহী) ও শাহিনুর রহমান (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
৯ নং বারোবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ এ ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আজাদ ইকবাল শিপন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷
১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আয়ূব হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর ও স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
১১ নং রাখালগাছি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিদুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী ইসমাইল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেন (আ’লীগ বিদ্রোহী) প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস আলী তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন৷ কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সীমানা সংক্রানত্ম জটিলতায় ৫ নং সিমলা রোকনপুর ও ৭ নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন হচ্ছে না৷ বাকি ইউনিয়নগুলোতে ২৩ এপ্রিল শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে৷
এদিকে ৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম প্রতিক বরাদ্ধ দেন৷ এ উপজেলার ৯ টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ৷
৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ জন, মেম্বর পদে ২৯২ জন ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৭৬ জন প্রতিদ্বন্দীতা করছেন৷





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ