সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ৪টি আসনেই বিপুল ভোটে নৌকা এগিয়ে
বাগেরহাটে ৪টি আসনেই বিপুল ভোটে নৌকা এগিয়ে
এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের চারটি আসনে নৌকার প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ের ৭টা পযর্ন্ত ফলাফল জানামতে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা।
বিভিন্ন কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া ফলাফলে দেখা যায়, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে ১২৪টি কেন্দ্রের মধ্যে ৩১ কেন্দ্রের ফলাফলে নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দিন ৫৪ হাজার ৭৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. কামরুজ্জামান পেয়েছেন ১ হাজার ৩৬৩ ভোট।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে ১২৫টি কেন্দ্রের মধ্যে ৮৯টি কেন্দ্রের ফলাফলে শেখ তন্ময় ১ লাখ ৩৮ হাজার ৮৩০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের হাজরা শহিদুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩৬২ ভোট।
বাগেরহাট-৩ (মোংলা ও রামপাল) আসনে ৯৬টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৭ হাজার ৭৩৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী হাবিবুন নাহার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন ৫ হাজার ৬৭৫ ভোট।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে ১৪৩ টি কেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার এইচ এম বদিউজ্জামান সোহাগ ৮২ হাজার ১৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র পার্থী এম আর জামিল হোসাইন পেয়েছেন ৪ হাজার ৮৩ ভোট।
বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
বাগেরহাট :: বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন। রবিবার বেলা ১ টার দিকে নীজ বাড়িতে ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন।
ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, মারধর, ভোটকাটা ও জাল ভোটের অভিযোগে তিনি ভোট বর্জনের সিদ্ধান্ত নেন।
বাগেরহাট-৪ বিপুল ভোটে বিজয়ী বদিউজ্জামান সোহাগ ,৩ -এ হাবিবুন নাহার নৌকা বিজয়ী
বাগেরহাট :: বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মধ্যে নৌকার দুই প্রার্থী বাগেরহাট- ৩ আসনে বন-পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়য়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বাগেরহাট- ৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার (নৌকা) ৮৫ হাজার ৪১৭ ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন মাত্র ৫৭ হাজার ৬৫২ ভোট।
বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ (নৌকা) ১ লাখ ৯৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও দুপুরে নির্বাচন বর্জনকারী মো. জামিল হোসাইন পেয়েছেন মাত্র ৬ হাজার ভোট।
অন্য দুটি আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।





ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ