রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে : কবি কাজী রোজী এমপি
মুজিবনগর বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে : কবি কাজী রোজী এমপি

ঢাকা প্রতিনিধি :: (৪ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১৪মিঃ) ঐতিহাসিক মুজিবনগর দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ১৭ এপ্রিল সকাল ৮ টায় সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর নেতৃত্বে ৩২ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন৷
সকাল ৯ টায় কলাবাগান থেকে ৩২ ধানমন্ডি পর্যন্ত র্যালী এবং র্যালী শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা৷
প্রধান অতিথির বক্তব্যে কবি কাজী রোজী এমপি বলেন, মুজিবনগর দিবসে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ৷ ১৯৭১ সালে নতুন রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি জানানোর জন্যে এই সরকার বিশ্ববাসীর কাছে আহ্বান জানান৷ বিশ্ববাসী নতুন সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে যথারীতি স্বীকৃতি ও সহানুভূতি জ্ঞাপন করেন৷ ফলে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ৷
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণীয় ও তাত্পর্যপূর্ণ৷ ১৯৭১ সালে এই দিবসে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে৷ এই মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়৷ যা বাঙালি জাতির সবচেয়ে গৌরব ও মহত্তম অর্জন৷





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা