বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার আত্মহত্যা প্রেমিক আটক
প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার আত্মহত্যা প্রেমিক আটক
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকা বিষ পান করে আত্মহত্যা করেছে। এঘটনায় পুলিশ প্রেমিক রুবেল মিয়াকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার শিমরাইল গ্রামের বাসিন্দা মৃত আলাল উদ্দিনের মেয়ে রুপালী বেগম (১৬) এর সাথে পার্শ্ববর্তী চরনিখলা গ্রামের বাসিন্দা আমীর হোসেনের ছেলে রুবেল মিয়ার সাথে দীর্ঘ দিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্রে গত বুধবার ৪ সেপ্টেম্বর রুবেল মিয়া বিয়ে করার কথা বলে রুপালীকে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। পরে ওই বাড়িতে রুবেলের ভাইয়েরা ও বাড়ির লোকজন রুপালীকে মারধর করে। উদ্ভূত পরিস্থিতিতে প্রেমিক রুবেল রুপালীর সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করে। বিষয়টি রুপালী মেনে নিতে পারেনি। পরে রাগ ও ক্ষোভে রুবেলের বাড়িতেই কীটনাশক বিষপান করে। পরে প্রেমিক রুবেল রুপালীকে আশংখাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রুপালীর অবস্থার অবনতি হলে অজ্ঞাতনামা পরিচয় দিয়ে রুবেল পালিয়ে আসতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে। কিছুক্ষনের মধ্যেই রুপালী মারা যায়। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষ ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে ও রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, ঘটনাটি একটি প্রেমের সম্পর্ক। এ বিষয়ে আবু বক্কর সিদ্দিক নামের একজন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে মামলার প্রস্তুতি চলছে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের পর হাজতে প্রেরণ করা হবে।





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ