শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » অস্থিতিশীলতা সৃষ্টির সকল উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে
অস্থিতিশীলতা সৃষ্টির সকল উসকানির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে
![]()
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন নির্বাচন কমিশন গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরানো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে।তিনি বিস্ময় প্রকাশ করে বলেন,নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের যেমন কোন মতামত নেয়নি তেমনি রাজনৈতিক দলগুলোর সাথেও কোন পরামর্শ করেনি। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের দিক থেকেও এই ব্যাপারে তাদের প্রস্তাবনা জানানোর সুযোগ ছিল।
তিনি উল্লেখ করেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন কমিশন যদি নির্বাচনের প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দলের সাথেই কথা না বলেন তাহলে কমিশনের যৌক্তিক সুপারিশসমূহ কিভাবে কার্যকরি হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এবং লাইনচ্যুত না হয়েএই ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।
তিনি বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা খোল নলচে পালটানো ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তিনি নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রতিত ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় আবার ফিরে আসার চেষ্টা করছে।সে কারনে অস্থিতিশীলতা সৃষ্টির কোন ধরনের উসকানিতে পা না দেবার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
মিরপুরের শেওড়াপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির শেওড়াপাডা আঞ্চলিক কমিটির সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মীর রেজাউল আলম, মীরপুর অঞ্চলের সংগঠক জামিরুল রহমান ডালিম, হোসেন খান প্রমুখ।
বহ্নিশিখা জামালী বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরিবর্তনের যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে তাকে বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট ও সমাজ গঠনের মধ্য দিয়েই অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
আকবর খান বলেন, যে কোন রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা দরকার।
মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের কোন সংস্কার পদক্ষেপও কার্যকরি হবেনা।
সভার শুরুতে গত জুলাই - আগস্টের গণঅভ্যুত্থান মীরপুর অঞ্চলের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক