রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ফটো গ্যালারী » ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে আঞ্চলিক পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ময়মনসিংহের স্পন্দন প্রশিক্ষণ সহায়তা কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে এ গঠনসভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত করের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার নিকলী, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলার ৫ জন কো-অরডিনেটর ও ২০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।
প্যান কমিটি গঠনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ, মনিটরিং অফিসার সাইদুল ইসলাম এবং মাঠ সমন্বয়কারী আকতারুজ্জামান।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক প্যান কমিটি গঠন করা হয়। এতে ঈশ্বরগঞ্জের পিএফজি কো-অরডিনেটর সাইফুল ইসলাম তালুকদার আঞ্চলিক সমন্বয়কারী, কটিয়াদির আশরাফুল হক দাদন ও পাকুন্দিয়ার জাহানারা খাতুন যুগ্ম সমন্বয়কারী, নিকলীর সাইফুল ইসলাম এবং ত্রিশালের শরীফ উদ্দিন ফোকাল সদস্য হিসেবে নির্বাচিত হন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এই প্যান নেটওয়ার্ক হবে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার এক প্ল্যাটফর্ম।
দি হাঙ্গার প্রজেক্টের মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান—এই ধারণাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই গড়ে উঠবে শান্তিময় বাংলাদেশ।
উপস্থিত অতিথিরা আঞ্চলিক প্যান কমিটির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।





গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
বেগম খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের স্বাক্ষর