রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ফটো গ্যালারী » ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে আঞ্চলিক পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ময়মনসিংহের স্পন্দন প্রশিক্ষণ সহায়তা কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে এ গঠনসভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত করের সঞ্চালনায় অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল উপজেলা এবং কিশোরগঞ্জ জেলার নিকলী, পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলার ৫ জন কো-অরডিনেটর ও ২০ জন অ্যাম্বাসেডর উপস্থিত ছিলেন।
প্যান কমিটি গঠনে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ, মনিটরিং অফিসার সাইদুল ইসলাম এবং মাঠ সমন্বয়কারী আকতারুজ্জামান।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আঞ্চলিক প্যান কমিটি গঠন করা হয়। এতে ঈশ্বরগঞ্জের পিএফজি কো-অরডিনেটর সাইফুল ইসলাম তালুকদার আঞ্চলিক সমন্বয়কারী, কটিয়াদির আশরাফুল হক দাদন ও পাকুন্দিয়ার জাহানারা খাতুন যুগ্ম সমন্বয়কারী, নিকলীর সাইফুল ইসলাম এবং ত্রিশালের শরীফ উদ্দিন ফোকাল সদস্য হিসেবে নির্বাচিত হন।
সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। এই প্যান নেটওয়ার্ক হবে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার এক প্ল্যাটফর্ম।
দি হাঙ্গার প্রজেক্টের মনিটরিং এক্সপার্ট ফাতেমা মাহমুদ বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান—এই ধারণাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই গড়ে উঠবে শান্তিময় বাংলাদেশ।
উপস্থিত অতিথিরা আঞ্চলিক প্যান কমিটির নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন