শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: ‘সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই শ্লোগানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-৯৭ ব্যাচের তৃতীয় পুণর্মিলনী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এসএসসি-৯৭ ব্যাচের পুণর্মিলনী উদযাপন পর্ষদের আয়োজনে আরশিনগর ফিউচার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ৪০ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। বিশেষ আয়োজন হিসেবে বেলুন ফোটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, র্যাফেল ড্র ও সৌজন্যে পুরস্কারের আয়োজন করা হয়।
‘যেথায় থাকুক যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে’- এই শ্লোগানে তৃতীয় বারের মতো আয়োজিত পুণর্মিলনী ২০২৫ উদযাপন পরিষদের আয়োজকরা জানান, এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু ও তাদের পারিবারিক উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। কর্মব্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে।
তারা আরো জানান, এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বন্ধুত্বের এই প্ল্যাটফর্মের ফলে অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং সুখে-দুঃখে বন্ধুদের পাশে দাঁড়ানোর এক অসামান্য উদ্যোগ এসএসসি-৯৭ ব্যাচ।
দিনব্যাপী এই আয়োজনের সঞ্চালনা করেন সমন্বয়কারী মুহাম্মদ দিদারুল আলম, মঞ্জুরুল হক মঞ্জু ও সালা উদ্দিন সোহেল। এছাড়া সমন্বয়কারী হিসেবে ছিলেন শরফুদ্দীন, কবির হোসেন, সাইদুল হক সুমন, মাহিন চৌধুরী, কিশোর চক্রবর্তী, আবু সাঈদ মাহমুদ রনি, ওমর ফারুক, শাহাদাত হোসেন সবুজ, জসিম উদ্দিন, শাখাওয়াত হোসেন শামীম, মোফাজ্জল হোসেন রাজিব, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম সোহেল, নজরুল হোসেন, এডভোকেট আবদুল মতিন।
বিভিন্ন জায়গায় অবস্থানরত ৬ শতাধিক সাবেক শিক্ষার্থী এ পুণর্মিলনীতে অংশগ্রহণ করেছেন। জীবন ও জীবিকার তাগিদে এবং পেশাগত কারণে দূরত্ব থাকলেও এদিন অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়েছেন বন্ধুরা। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধূলা, বিজয়ের মাসে বীর শহীদদের স্মরণ, প্রয়াত বন্ধু, শিক্ষাগুরুদের সম্মানার্থে শোক এবং ১ মিনিট নীরবতা পালন, কেক কাটা এবং স্কুল বন্ধুদের কেক এ ফটোসেশন, স্কুল প্রতিনিধি কিংবা স্কুুল মনোনীত বন্ধুদের অনুভূতি প্রকাশ, র্যাফেল ড্র, শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর।





এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা তৃতীয় পুনর্মিলনী বৃহস্পতিবার
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম