বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: মৎস্য অধিদপ্তরাধীন “ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় ২০২৫-২৬অর্থ বছরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করেছে ঝালকাঠি সদর উপজেলা মৎস্য দফতর।
দীর্ঘ যাচাই বাছাই শেষে ২৮ জানু্য়ারি বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে অর্ধশত অসহায় জেলে পরিবারের হাতে বকনা বাছুর তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, সদর উপজেলার দায়িত্বরত সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস মিয়া, পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আল আমিন।
এছাড়াও সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাবায় কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ঝালকাঠি জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী বাছুর বিতরনের আগে মাঠ পর্যায়ে পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করে নিবন্ধিত প্রকৃত অসহায় জেলেদের তালিকা প্রস্তুত করা হযেছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন ‘ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৬০জন জেলে পরিবারকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি করে ৬০টি বকনা বাছুর দেওয়া হয়েছে।





ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক
ওসমান হাদীকে বিজয় করতেই গণভোটে “হ্যা” জয়যুক্ত করতে হবে
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে ‘নির্বাচনী সৌহার্দ্যের সংলাপ’ অনুষ্ঠিত
চলন্ত গাড়িতে কুপিয়ে সিগারেট ডিলারের দেড় লাখ টাকা ছিনতাই
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ : সার্জেন্ট হাসান দায়িত্ব থেকে অব্যাহতি
ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জীবনানন্দ দাশের জন্মভিটা পরিদর্শনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর