শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রিভিউর জন্য বলেছেন মীর কাশেম আলী : কাশিমপুর কারাগারে সাক্ষাতশেষে আইনজীবী
রিভিউর জন্য বলেছেন মীর কাশেম আলী : কাশিমপুর কারাগারে সাক্ষাতশেষে আইনজীবী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) মীর কাসেম আলী তার দণ্ডের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা দেওয়ার জন্য তার আইনজীবীকে নির্দেশ দিয়েছেন৷
১১ জুন শনিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি কাসেম আলীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তার আইনজীবীদের এ নির্দেশনা দেন৷
তার ছেলে এবং আরও ৪ আইনজীবী মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাত করেন৷ তারা হলেন-ছেলে মীর আহমেদ বিন কাসেম ও আইনজীবী মতিউর রহমান আকন্দ, বজলুর রহমান, নজিবুর রহমান ও নুরুল্লাহ৷ বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত তারা কারাগারের একটি কক্ষে তারা কথা বলেছেন৷
সাক্ষাতশেষে এডভোকেট মতিউর রহমান আকন্দ সাংবাদিকদের বলেন, তিনি (মীর কাসেম আলী) রিভিউ পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ এ সময় তিনি আরও বলেন, যে ঘটনায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে ঐ সময় তিনি ঐ এলাকায় ছিলেন না৷ তিনি যেহেতু ঘটনাস্থলেই ছিলেন না, যে ঘটনাস্থলে তিনি ছিলেন না সেহেতু অভিযোগ মিথ্যা৷

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মীর কাসেম আলী কারাগারের ফাঁসির ৪০ নম্বর সেলে বন্দি রয়েছেন৷ এর আগে গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন৷ ১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন৷ দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির সেলে পাঠানো হয়৷
উল্লেখ্য, মীর কাসেম আলীর মৃতুদণ্ডাদেশ বহাল রেখে ৬ জুন সুপ্রিম কোর্টর আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে৷ রায় প্রকাশের পর মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন রিভিউ করার বিষয়টি জানিয়ে ছিলেন৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪