বৃহস্পতিবার ● ১৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে নকল বিড়ি তৈরির অপরাধে ২ জনকে কারাদন্ড ও জরিমানা
ঝিনাইদহে নকল বিড়ি তৈরির অপরাধে ২ জনকে কারাদন্ড ও জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি :: (২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪০মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জে নকল বিড়ি তৈরির অপরাধে আসলাম হোসেন (২৬) ও আকিদুল ইসলাম (২৫) নামের ২ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড দেন৷
দন্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে আসলাম হোসেন ও একই গ্রামের নুরুন্নবীর ছেলে আকিদুল ইসলাম৷
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা ও ঝিনাইদহ র্যাব-৬ এর একটি টিম উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালায়৷ সে সময় ৬০ কোটি বিড়ি তৈরির উপকরণ ও ৫ লক্ষাধিক টাকার নকল ব্যান্ডরোলসহ আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের দুই জনকে আটক করা হয়৷
এ ঘটনায় আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসলাম হোসেকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আকিদুলকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়৷ পরে উদ্ধারকৃত নকল বিড়ির উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়৷
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, ভেজাল ও নকলবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে৷ কালীগঞ্জ উপজেলা থেকে সকল প্রকার নকল ও ভেজাল পণ্য তৈরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪