শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খ্রীষ্টান ও শিয়া মতবাদের হোমিও চিকিত্সক হত্যার দায় প্রত্যাহার করলো আইএস
খ্রীষ্টান ও শিয়া মতবাদের হোমিও চিকিত্সক হত্যার দায় প্রত্যাহার করলো আইএস
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে সমপ্রতি চারটি হত্যাকান্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস৷ এর মধ্যে ছিল খ্রীষ্টান হোমিও চিকিত্সক সমির উদ্দীন ও শিয়া মতবাদের চিকিত্সক আব্দুর রাজ্জাক হত্যা৷ কিন্তু এ দুটি হত্যার দায় প্রত্যাহার করা হয়েছে৷ অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপে স্বীকার করা বাংলাদেশের পৃথক পাঁচটি হত্যাকান্ডের দায় প্রত্যাহার করে নিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ যার মধ্যে ঝিনাইদহের দুইটি রয়েছে৷
১৫ জুলাই শুক্রবার আইএসের মুখপত্র ‘আমাক’-এ বাংলাদেশে হামলার যে তালিকা দেয়া হয়েছে, সেখানে পাঁচটি হামলার দায় তারা প্রত্যাহার করে নিয়েছে৷ আইএসের দায় প্রত্যাহার করে নেয়া পাঁচটি খুনের ঘটনা হল ঝিনাইদহের হোমিও চিকিত্সক ছমির উদ্দিন হত্যাকান্ড, একই জেলার শিয়া মতাবলম্বী আব্দুর রাজ্জাক হত্যাকান্ড, বান্দরবানের বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ হত্যাকান্ড, গাইবান্ধার ব্যবসায়ী তরুণ দত্ত হত্যাকান্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ড৷
ঝিনাইদহে এ সব ধারাবাহিক হত্যার পর ঝিনাইদহ পুলিশ আইএস এর দায় স্বীকারের বিষয়টিকে ভুয়া বলে জানিয়ে আসছিলো৷ আইএস এর দায় প্রত্যাহারের মধ্য দিয়ে পুলিশের কথাই সত্য হলো৷
অন্যদিকে ১৬ জুলাই শনিবার ঝিনাইদহের একটি সেমিনারে আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাহবুব-উল-হানিফ এমপি জানান, সেবায়েত ও হিন্দু পুরোহিত হত্যার পর এনামুল নামে এক শিবির কর্মী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন৷ সেমিনারে তিনি প্রশ্ন রাখেন আইএস কি তাহলে শিবির হয়ে গেল ?
এখানে উলেস্নখ্য, গত ৭ জানুয়ারী ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামের বেলেখাল বাজারে খ্রীষ্টান হোমিও চিকিত্সক সমির বিশ্বাস ওরফে সমির খাজা ও ১৪ মার্চ কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিত্সক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়৷ গত ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার করোতিপাড়া গ্রামের আনন্দ গোপাল গাঙ্গুলী খুন হন৷
সর্বশেষ গত ১ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামে এবার স্থানীয় রাধামদন মঠের সেবায়েত শ্যামানন্দ দাসকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা৷ এ সব হত্যার পর আইএস দায় স্বীকার করে বিবৃতি দেয়৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২