বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » বিনোদন » বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬ নতুন প্রাণি
বঙ্গবন্ধু সাফারি পার্কে ৬ নতুন প্রাণি

গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে আনা নতুন ছয়টি প্রাণি অবমুক্ত করা হয়েছে ৷
এ ব্যাপারে বন সংরক্ষক ড. তপন কুমার দে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৪ অক্টোবর বুধবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি কার্গো বিমানে করে জিরাফ ও জেব্রাগুলোকে বাংলাদেশে আনা হয়৷ পরে ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে এগুলো পার্কে অবমুক্ত করা হয় ৷
তিনি জানান, আফ্রিকা মহাদেশের হলেও বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশে জিরাফ ও জেব্রাগুলোর শারীরিক অবস্থা ভালো আছে ৷
ড. তপন কুমার দে আরও জানান, অসুস্থতার কারণে এর আগে একটি জিরাফ মারা যায়৷ নতুন তিন সদস্য যোগ হওয়ায় পার্কে এখন মোট জিরাফের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে৷ আর জেব্রার সংখ্যা দাঁড়ালো ১০টিতে ৷
দর্শনার্থীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে শিগগিরই আরও কিছু প্রাণী আনা হবে ৷
গত ২০১৪ সালের নভেম্বরে এই জাতীয় উদ্যানে নেদারল্যান্ডস থেকে আনা চারটি ‘ব্ল্যাক বাক’ অবমুক্ত করা হয়৷ হরিণ জাতীয় তৃণভোজী এ প্রাণী বাংলাদেশের আর কোনো চিড়িয়াখানা বা পার্কে নেই বলে সে সময় বন সংরক্ষক জানিয়েছিলেন ৷
ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে তিন কিলোমিটার পশ্চিমে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নে এই সাফারি পার্কের অবস্থান ৷
ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা ও নিচু ভূমি সমৃদ্ধ শালবনের ৩ হাজার ৬৯০ একর জমিতে ২০১৩ সালে এই পার্ক চালু হয় ৷ আপলোড : ১৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭. ৪৬ মিঃ





নূরাল পাগলাকে নিয়ে প্রতিবাদী গান
আসছে এস.ডি.জীবন’র নাটক “আপন-পর”
পার্বতীপুর ক্ষুদ্র জনপদে মিনি চিড়িয়াখানা গড়ে উঠচ্ছে
নায়িকা শাবানার শৈশবের কাটানো গ্রামের বাড়ি
মোরেলগঞ্জে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন
ঈদ উপলক্ষে শিক্ষাপল্লী পার্কে সংযোজন হতে যাচ্ছে দুটি রাইডার
জনপ্রিয় হয়ে উঠছে ধারাবাহিক নাটক ‘জাকের ভাই’
বাংলা চলচ্চিত্র জগতের অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আর নেই
তিন দিনব্যাপী কুষ্টিয়া লালন স্মরণোৎসব উদ্ধোধন
কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ী আর নেই