রবিবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বাফার গুদামের সার লোপটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
বাফার গুদামের সার লোপটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ঝিনাইদহ প্রতিনিধি :: (১০ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বেলা ৩.৪৫মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ বিসিআইসির বাফার গুদাম থেকে সার লোপাটের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হলেও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ৷ এই সার লোপাটের সাথে বাফার গুদামের তত্কালীন ইনচার্জসহ কতিপয় কর্মচারী ও পরিবগন ঠিকাদার জড়িত বলে অভিযোগ উঠেছে৷
এদিকে আসলে কত কোটি টাকার সার লোপাট হয়েছে তা নিয়ে নানা সন্দেহ দানা বেধে উঠেছে ৷ সরকারী হিসেবে ৫৪৭ মেট্রিক টন সারের হিসেব না মেলার কথা বলা হলেও লোপাটের পরিমান আরো বাড়তে পারে বলে আশংকা করেছেন বাফার গুদামের ইনচার্জ মাসুদ রানা৷
তিনি আশংকা প্রকাশ করে বলেছেন, বস্তা গুনলে আরো ৪/৫’শ মেট্রিক টন সার কমতে পারে৷ তার এই হিসেবে সঠিক হলে সর্বমোট ১১০০ মেট্রিক টন ইউরিয়া সার লোপাটের ঘটনা ঘটতে পারে৷ যার মুল্য প্রায় ৩ কোটি ৭৪ লাখ (সরকারী মুল্যে) টাকার বেশী৷ একটি সংঘবদ্ধ চক্র কৌশলে সার বিক্রি করে বিপুল অংকের এ টাকা হাতিয়ে নিয়েছে৷
প্রাথমিক তদন্তে ১ কোটি ৮৬ লাখ টাকা মুল্যের ৫৪৭ মেট্রিক টন সার আত্মসাতের সত্যতা মিলেছে৷
গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, গত ১৮ মে বিসিআইসির অতিরিক্ত প্রধান ব্যবস্থাপক (বিপনন) মঞ্জুর রেজার নেতৃত্বে ৪ সদস্যর একটি তদন্ত দল ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গুদামে মওজুত ইউরিয়া সার বাস্তব গননা ও ওজন করেন৷
এ সময় ৫৪৭ দশমিক ৪৯ মেট্রিক টন সারের ঘাটতি ধরা পড়ে ৷ যার সরকারী মুল্য প্রায় ১কোটি ৭৬ লাখ টাকা৷ সুত্র মতে বর্তমান মওজুত (১৮ সেপ্টম্বর পর্যন্ত) ৫৩২৭ মেট্রিক টন ৷ এর মধ্যে ৪৫,৫৬০ বসত্মায় (২২৭৮ মেট্রিক টন) ব্যবহার অনুপযোগী কম ওজনের সার রয়েছে ৷
বর্তমান গুদাম ইনচার্জ বলেছেন, সঠিক ভাবে ওজন করা হলে অন্তত আরো ৪ থেকে ৫”শ মেট্রিক টন সারের ঘাটতি ধরা পড়বে৷ এর আগে ২০০৯ সালের দিকে ২১৩ মেট্রিক টন সার আত্মসাতের ঘটনা ঘটে৷ সব মিলিয়ে প্রায় ১১০০ মেট্রিক টন ইউরিয়া সার খাতা কলমে থাকলেও গুদামে নেই মর্মে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেছেন৷
এদিকে অনুসন্ধ্যানে বেরিয়ে আসে আরো লোমহর্ষক খবর৷ প্রাপ্ত তথ্য মতে ২০০৯ সাল থেকে গুদাম থেকে পরিকল্পিত ভাবে সার গায়েব হতে থাকে৷ সে সময় সার কেলেংকারী সংক্রান্ত খবর বিভিন্ন দৈনিকে প্রকাশ হয়৷ ২১৩ মেট্রিকটন গায়েব করার খবর সে সময় ফাঁস হয় পড়ে৷
এরই ধারাবাহিকতায় ২০১০ সাল থেকে ২০১৫-১৬ অর্থ বছরের জুন মাস পর্যন্ত আত্মসাত্ করা হয় আরো ৫৪৭ দশমিক ৪৯ মিট্রিক টন সার৷ প্রাপ্ত তথ্য মতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওই সময়ে আবুল কালাম আজাদ (বর্তমানে ঘোড়াশাল সার কারখানায় কমর্রত), ফজর আলী (বর্তমানে ঘোড়াশাল সার কারখানায় হিসাব বিভাগে কর্মরত), জালাল উদ্দিন ও একাউন্টস বিভাগের জিয়াউর রহমান অত্র স্টেশনে কর্মরত থাকাকালীন সময়ে লোমহর্ষক সার কেলেংকারীর এ ঘটনা ঘটে৷
জানা গেছে, বিসিআইসি’র উর্দ্ধতন কতৃপক্ষ বিষয়টি টের পেয়ে ২০১৫ সালের ৯ নভেম্বর সারা দেশের ২৪ টি বাফার গুদামে সংরক্ষিত ইউরিয়া সার বাসত্মব গননার জন্য প্রতি জেলায় একজন করে নিবার্হী ম্যাজিজষ্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যর কমিটি গঠন করা হয়৷
অজ্ঞাত কারনে ওই কমিটি তাদের কার্যক্রম করতে পারেনি৷ এতে সংঘবদ্ধ চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠে এবং পরিকল্পতি ভাবে সার আত্মসাতের ঘটনা ঘটে থাকে৷
অনুসন্ধানে আরো জানা যায় চলতি বছরের ১৮ মে বিসিআইসি কর্তৃপক্ষ কালীগঞ্জ বাফার গুদামের মজুদ নিরীক্ষন করেন৷ এ সময় ফাঁস হয়ে পড়ে প্রকৃত আত্মসাতের খবর৷ অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে জানা যায় বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কতিপয় পরিবহণ ঠিকারদার প্রতিষ্ঠান ও চিহ্নিত কয়েক জন অসত্ সার ডিলার চক্রটির সাথে জড়িত৷
ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় নিয়োগ করা ২১৫ জন তালিকাভুক্ত সার ডিলার রয়েছেন৷ এরা অত্র গুদাম থেকে সার সরবরাহ নিয়ে থাকেন৷ ডিলারদের অভিযোগ ঘুষ না দিলে নিন্মমানের জমাট বাধা সার দেয়া হয় তাদের৷ সেই সাথে সারের বসত্মায় ওজন কম দেয়া হয়৷
সুত্র মতে ডিলাদের কাছে প্রতিবসত্মা ইউরিয়া সারের দাম নেয়া হয় মাত্র ৭০০ টাকা৷ তৃণমুলে সেই সার সর্বচ্চ ৮০০ টাকা দরে বিক্রি করা হয়৷ আনর্ত্মজাতিক বাজারে প্রতিটন ইউরিয়ার মুল্য কমপক্ষে ৩৪ হাজার টাকা৷ সেই হিসেবে প্রতিটন সারে সরকার কুড়ি হাজার টাকার বেশী করে ভুর্তুকি দিয়ে থাকে৷
এই রিপোর্ট লেখার সময় ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা সার বরাদ্দ কমিটির সভাপতি মো: মাহবুব আলম তালুকদার বলেন, প্রশাসনের পক্ষ থেকে একটি শক্ত কমিটি গঠন করার প্রসত্মুতি চলছে৷
ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী শাহনাজ পারভিন অফিসার গুদাম পরিদর্শন করেছেন বলে জেলা প্রশাসক জানান৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২